ঘরের কোনে জ্বলজ্বল করছে চোখদুটো! ওটা কী...? দেখে দু'পা পিছিয়ে গেলেন সবাই!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Mainak Debnath
Last Updated:
ঘরের মধ্যে জ্বলজ্বল করছে ওটা কী? দফতর থেকে ছবি ভিডিও দেখে নাকি জানানো হয় এটি অস্বাভাবিক কিছু নয়, এই প্রজাতিটি তাদের সংরক্ষণের আওতায় পড়ে না!
নদিয়া: কুকুর বিড়ালের তাড়া খেয়ে অদ্ভুত এক জীব ঢুকে পরের লোকালয়ে। ভিন্ন প্রজাতির এক অদ্ভুত জীব জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ায় চাঞ্চল্য। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্ভুক্ত হরিপুর হরপ্রসাদ স্মৃতি কলোনি এলাকার। জানা যায়, আজ সকালে অদ্ভুত এই জীবটি কুকুর বিড়ালের তাড়া খেয়ে ভয়ে নিজের আত্মরক্ষার্থে এক গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে।
advertisement
এর পরেই ওই গৃহস্থ এবং স্থানীয় বেশ কিছু বাসিন্দারা খবর দেয় বন দফতরে। তবে বন দফতর থেকে ছবি ভিডিও দেখে জানানো হয় এটি অস্বাভাবিক কিছু নয়, এই প্রজাতিটি তাদের সংরক্ষণের আওতায় পড়ে না। সুতরাং তারা এরপরে খবর দেন পশু প্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই গন্ধগোকুলটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী হরিপুর জঙ্গলে নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে উদ্ধারকারী জানান, নাম গন্ধগোকুল হলেও এর কোনও গন্ধ নেই। তবে এটি ওই প্রজাতিরই একটি প্রাণী। কয়েকবছর আগে পর্যন্ত এই সমস্ত প্রাণীদের দেখা মিলত না আমাদের স্থানীয় এলাকাতে।
advertisement

গন্ধগোকুলটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী হরিপুর জঙ্গলে নিয়ে ছেড়ে দেওয়া হয়।
তবে লক ডাউনের পর থেকে এই সমস্ত বিলুপ্তপ্রায় প্রানী গুলির দেখা মিলছে পুনরায়। আর এটি আমাদের বাস্তুতন্ত্র তথা পরিবেশের জন্যে খুবই ভাল সংবাদ। এই সমস্ত বিলুপ্তপ্রায় প্রাণীদের রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। আর সব বড় কথা এই সমস্ত প্রাণী গুলি সম্পূর্ণ নির্বিষ হয়।এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী কমল বিশ্বাস জানান, এলাকার মানুষ অত্যন্ত সচেতন এ পৃথিবীতে বাঁচার অধিকার সকলেরই আছে মনে করেই তারা স্বাভাবিক বাসস্থানে এক গহন জঙ্গলে তাকে ছেড়ে দেওয়া হয়।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
February 07, 2025 9:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘরের কোনে জ্বলজ্বল করছে চোখদুটো! ওটা কী...? দেখে দু'পা পিছিয়ে গেলেন সবাই!