বলিউডের ইতিহাসে প্রথমবার! কোনও অভিনেত্রী এত পারিশ্রমিক নিয়ে 'ভিলেন' হবেন...! টেক্কা ববি-সঞ্জয়দের!
- Published by:Tias Banerjee
Last Updated:
বলিউডের ইতিহাসে প্রথমবার! ববি দেওল, সঞ্জয় দত্তকেও টেক্কা, দেশের সবচেয়ে দামি 'ভিলেন' হলেন এই অভিনেত্রী! বলুন তো কে?
advertisement
গত কয়েক বছরে সিনেমা ইন্ডাস্ট্রিতে ভিলেনদের গুরুত্ব অনেক বেড়ে গেছে। ববি দেওল, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফের মতো তারকারা নায়কের ইমেজ ছেড়ে এখন ভিলেন চরিত্রেই নিজেদের প্রতিষ্ঠিত করছেন। এর বড় উদাহরণ, **'অ্যানিমাল' সিনেমা, যা ৯০০ কোটি টাকা আয় করেছে**। অন্যদিকে, সঞ্জয় দত্ত দক্ষিণী সিনেমায় খলনায়কের ভূমিকায় একের পর এক বাজিমাত করছেন।
advertisement
এবার ববি-সঞ্জয়ের ভিলেনের রাজত্বে ধাক্কা দিতে আসছেন বলিউডের ভিলেন কুইন! দক্ষিণী সিনেমার বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলির পরবর্তী সিনেমা **SSMB29**-এ তাঁকে এবার নায়িকা নয়, বরং প্রধান ভিলেন হিসেবে কাস্ট করা হয়েছে। জানা গেছে, এটি ভারতীয় সিনেমার সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে চলেছে, যার বাজেট ১০০০ কোটি টাকা!
advertisement
advertisement
advertisement
**ববি দেওল**: 'অ্যানিমাল' সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করেই ববি নতুনভাবে জনপ্রিয়তা পান। এই সিনেমার জন্য তিনি **৪-৫ কোটি টাকা** পারিশ্রমিক নিয়েছিলেন। - **সঞ্জয় দত্ত**: 'KGF 2' এবং 'লিও'-তে দুর্দান্ত ভিলেনের চরিত্রে দেখা গেছে তাঁকে। দক্ষিণী সিনেমায় ভিলেন চরিত্রের জন্য **৮-৯ কোটি টাকা** পারিশ্রমিক পান তিনি।
advertisement
advertisement
advertisement