East Bardhaman News: বালির মধ্যেই ফুটিয়ে তোলেন অদ্ভুত শিল্পকলা! দেখলেই অবাক হবেন 

Last Updated:

রঙ্গজীবের জাদুকরি হাতের ছোঁয়ায় বালি রূপ নেই শিল্পকর্মে

বালি শিল্প 
বালি শিল্প 
বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: একসময় রাস্তায় বসে সবজি বিক্রি করে নিজের পড়াশোনার খরচ চালিয়েছেন, আর আজ সেই মানুষটির শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে। পূর্ব বর্ধমান জেলার গৈতানপুর চরমানা এলাকার বাসিন্দা রঙ্গজীব রায় বর্তমানে বর্ধমানের একটি বেসরকারি কলেজে অধ্যাপনা করছেন। তবে তাঁর পরিচয় শুধু একজন অধ্যাপক হিসেবে নয়; তিনি এক দক্ষ বালি শিল্পী এবং ল্যান্ড আর্ট নির্মাতা হিসেবেও সমাদৃত।
দামোদর নদীর বালির চরে, যেখানে চারপাশ জুড়ে শুধু ধূসর বালি, সেখানেই রঙ্গজীবের জাদুকরি হাতের ছোঁয়ায় বালি রূপ নেয় শিল্পকর্মে। প্রাচীন সভ্যতার নিদর্শন, পরিবেশ সচেতনতার বার্তা, বা নিছক সৌন্দর্যের প্রকাশ—সবই ফুটে ওঠে তাঁর নিপুণ কাজে। রঙ্গজীব জানান, “প্রায় পাঁচ-ছয় বছর ধরে আমি এই শিল্পচর্চার সঙ্গে যুক্ত। এটা শুধু শখ নয়, আমার ভালোবাসা। দামোদরের মতবিশাল উন্মুক্ত প্রাকৃতিক মঞ্চে আমি আমার কল্পনার প্রকাশ ঘটাতে পারি। প্রাচীন ইতিহাস ও সভ্যতার প্রতিফলন তুলে ধরার চেষ্টা করি।”
advertisement
advertisement
ওড়িশা, গুজরাত, তামিলনাড়ু, রাজস্থান-সহ দেশের নানা প্রান্তে তাঁর কাজ প্রশংসিত হয়েছে। এছাড়াও অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ-সহ একাধিক দেশে গিয়ে নিজের শিল্প প্রদর্শন করেছেন।
তাঁর সৃষ্টির টানে আজ বিদেশ থেকেও শিল্পানুরাগীরা ছুটে আসেন বর্ধমানে। কিন্তু এই জায়গায় পৌঁছানো তাঁর জন্য মোটেই সহজ ছিল না। এক সময় বিবেকানন্দ কলেজ মোড়ে দাঁড়িয়ে সবজি বিক্রি করতেন তিনি—শুধু নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য। তিনি বলেন, “এক সময় পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু পরে ফের শুরু করি, সবজি বিক্রির টাকায় মাস্টার্স ডিগ্রি শেষ করি। ভাবতেই পারিনি এমন জায়গায় পৌঁছাতে পারব।”
advertisement
শুধু বালি শিল্পই নয়, রঙ্গজীব বাবু ল্যান্ড আর্টেও সমান দক্ষ। প্রাকৃতিক বা ফেলে দেওয়া উপকরণ দিয়ে খোলা পরিবেশে তিনি তৈরি করেন মনকাড়া শিল্পকর্ম। তাঁর কাজ এখন জেলার সীমানা পেরিয়ে পৌঁছেছে আন্তর্জাতিক পরিসরে। রঙ্গজীব রায় চান, ভবিষ্যতেও এই শিল্পচর্চাকে আরও উচ্চতায় নিয়ে যেতে। জেলার নাম, রাজ্যের নাম তিনি ছড়িয়ে দিতে চান গোটা বিশ্বে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বালির মধ্যেই ফুটিয়ে তোলেন অদ্ভুত শিল্পকলা! দেখলেই অবাক হবেন 
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement