Howrah News: ফলহারিণী অমাবস্যায় বিপদ রুখতে অতন্দ্র প্রহরা হাওড়া জেলায়!

Last Updated:

ফলহরিণী আমাবস্যা মানে হাওড়া জেলায় ভয়ংকর ঘটনা ঘটার আশঙ্কা, তাই জেলার বিভিন্ন প্রবেশদ্বারে পাহারায় থাকে যুবকরা

+
ফলহরিণী

ফলহরিণী অমাবশ্যায় ভয়ংকর ঘটনা ঘটে হাওড়া জেলায় পাহারায় জেলার যুবকরা

রাকেশ মাইতি, হাওড়া: শিকার রুখতে জেলা জুড়ে অতন্দ্র পাহারায় যুবকরা! প্রতি বছর বাংলার জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় মা কালী ফলহারিণী রূপে পূজিতা হন। এই দিন বিশেষ নিয়ম মেনে মা কালীর আরাধনা করলে অশুভ নাশ হয়ে শুভ ফল লাভ হয় বলেই বিশ্বাস রয়েছে ভক্তের। সে বিশ্বাসে বিশেষ দিনে সারা বাংলা জুড়ে পুজোর আয়োজন হয়ে থাকে। মূলত এই দিন বিভিন্ন মরশুমি ফল দিয়ে মায়ের পুজো দেওয়ার রীতি রয়েছে। অন্যদিকে এই বিশেষ দিনে আদিবাসী সম্প্রদায় মানুষের মধ্যে শিকার করার রীতি রয়েছে। মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া সহ বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী মানুষ এই বিশেষ দিনে শিকড় উৎসবে মেতে উঠেন। শিকার উৎসবে হাওড়া জেলায় শিকার রুখতে তৎপরতা বনদফতর ও স্বেচ্ছাসেবী যুবকদের।
ফলহারিণী অমাবস্যায় হাওড়া জেলা জুড়ে মা কালীর আরাধনায় মেতে ওঠে বিপুল অংশের মানুষ। এদিন শুভ ফল লাভের আশায় জেলা জুড়ে এদিন পুজোর হিড়িক দেখা যায় ভক্তদের মধ্যে। তেমনি ফলহারিণী অমাবস্যা মানে শিকার উৎসব আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে। হাওড়া নন ফরেস্ট জোন হলেও এখানে সজারু কাঠবেড়ালি, গন্ধগোকুল বাঘরোলের  গোসাপ-সহ সহ বিভিন্ন বন্যপ্রাণী পাখি বাস করে। জেলায় বাস করা এমন প্রাণীদের শিকার করতে বর্শা, কোঁচ সহ নানা অস্ত্র নিয়ে ফলহারিনী অমাবস্যায় হাওড়া জেলায় হাজির হন। অমাবস্যার কিছুদিন আগে থেকেই শিকারীরা জেলার প্রবেশ করে। সেইদিক গুরুত্ব দিয়ে, জেলা বন দফতর কর্মী এবং পরিবেশ কর্মী জেলার গুরুত্বপূর্ণ প্রবেশ দ্বারগুলিতে পাহারা রত থাকে। জেলার বিভিন্ন স্থানে পাহারায় থাকে,  যেমন  নফেরিঘাট সড়ক পথ ও রেলপথ পাহারারত থাকে শিকার রুখতে। বিগত কয়েক বছর এভাবেই শিকার রক্ষার চেষ্টা হাওড়া জেলায়। পাশাপাশি মানুষকে সচেতন করতে বিভিন্ন পোস্টার ও লিফলেট বিলি করা।
advertisement
advertisement
পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিক জানান, প্রতিবছর ফলহারিণী অমাবস্যায় বনদফতর রেল এবং জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পরিবেশ কর্মী সংগঠনের সদস্যদের নিয়ে আলোচনা হয় এই ফলহারিণী অমাবস্যায় শিকার উৎসবকে প্রতিহত করতে। বন দফতরের  নির্দেশ মতো বিভিন্ন স্থানে পাহারা দেয় জেলার পরিবেশ কর্মী সংগঠনের সদস্যরা। এবার জোরদার পাহারায় জেলার যুবরা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ফলহারিণী অমাবস্যায় বিপদ রুখতে অতন্দ্র প্রহরা হাওড়া জেলায়!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement