ঘূর্ণিঝড় ‘মন্থা’য় কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলা? নবান্নে জরুরি বৈঠক, কী কী সতর্কতা?

Last Updated:

ঘূর্ণিঝড় মন্থা ঘনিয়ে আসায় নবান্নে মুখ্যসচিবের নেতৃত্বে জরুরি বৈঠক, উত্তরবঙ্গ ও চাষিদের জন্য বিশেষ সতর্কতা! প্রবল বৃষ্টির আশঙ্কা, রাজ্যজুড়ে সতর্কতা! জেনে নিন বিশদে।

সাইক্লোন মন্থা নিয়ে নবান্নে বৈঠক, কী কী সতর্কতা?
সাইক্লোন মন্থা নিয়ে নবান্নে বৈঠক, কী কী সতর্কতা?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘মন্থা’ ঘিরে চরম সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়কে “গভীর নিম্নচাপ থেকে প্রবল ঘূর্ণিঝড়”-এ রূপান্তরিত ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড় মন্থা ঘনিয়ে আসতেই রাজ্য প্রশাসনে চরম তৎপরতা। মঙ্গলবার বিকেলে নবান্নে মুখ্যসচিবের নেতৃত্বে শুরু হয় জরুরি বৈঠক। উপস্থিত ছিলেন একাধিক দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা।
advertisement
advertisement
বৈঠকে মুখ্যসচিব স্পষ্ট নির্দেশ দেন — উত্তরবঙ্গকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তিনি মনে করিয়ে দেন, উত্তরবঙ্গ ইতিমধ্যেই বেশ কিছু বড় বিপর্যয় দেখেছে, তাই এবার কোনও ঝুঁকি নেওয়া যাবে না।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩০ ও ৩১ অক্টোবর উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিছু এলাকায় ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
advertisement
মুখ্যসচিব বলেন, “চাষিদের এখনই সতর্ক করতে হবে। ৩০-৩১ অক্টোবর ফসল কাটার কাজ না করাই ভাল, যাতে কোনও দুর্ঘটনা বা ক্ষতি না হয়।”
তিনি আরও নির্দেশ দেন, সেচ দফতর ও জেলা প্রশাসনের সমস্ত আধিকারিকদের মাঠে-ময়দানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে, প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
মুখ্যসচিব জানিয়েছেন, ৩০ ও ৩১ অক্টোবর রাজ্যের জন্য অত্যন্ত আশঙ্কাজনক দু’দিন, তাই সবাইকে পূর্ণ সতর্কতায় থাকতে হবে। প্রশাসনিকভাবে পুরো রাজ্যে এলার্ট জারি করা হয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। উত্তরবঙ্গকে বিশেষভাবে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ঘূর্ণিঝড় ‘মন্থা’য় কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলা? নবান্নে জরুরি বৈঠক, কী কী সতর্কতা?
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement