#দেগঙ্গা: ২০১৯ সাল৷ তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) দাবি করলেন, দেশি গরুর দুধে সোনা (Gold in Cow Milk) থাকে৷ িবজেপি নেতার দাবি ঘিরে তর্ক বিতর্ক কম হয়নি৷ তবু নিজের দাবিতেই অনড় থেকেছেন দিলীপ ঘোষ৷ অবশেষে প্রায় তিন বছর পর কি দিলীপ ঘোষের দাবি সত্যি হল?
কারণ উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গার গোবর্ধনপুরে গরুর মূত্র এবং গোবর থেকে সোনা (Gold in Cow Dung) জাতীয় ধাতব বস্তুর খোঁজ মিলেছে বলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে৷ এমন কি, পঞ্চাশ হাজার টাকায় এক স্বর্ণ ব্যবসায়ী সোনা বলে দাবি করা ওই ছোট ছোট ধাতব বস্তুগুলি কিনেও নিয়েছেন৷
জানা গিয়েছে, দেগঙ্গার গোবর্ধনপুরের বাসিন্দা এক ব্যক্তির বাড়িতে থাকা গরুর মূত্র এবং গোবরের সঙ্গে সোনালি রংয়ের পাথরের মতো দেখতে ওই দানাগুলি বেরিয়ে আসে৷ জিনিসগুলি ঠিক কী তা বুঝতে না পেরে প্রতিবেশীদের সেগুলি দেখান গরুর মালিক৷ দ্রুত সেই খবর ছড়িয়ে পড়ে৷
আরও পড়ুন: নাক ও মুখ দিয়ে সমানতালে বাঁশি বাজান! অনন্য প্রতিভার অধিকারী 'এই' শিল্পীকে চিনে নিন...
খবর পেয়ে গরুর মালিকের বাড়িতে হাজির হন এক স্বর্ণ ব্যবসায়ীও৷ শেষ পর্যন্ত তিনিই প্রায় পঞ্চাশ হাজার টাকায় ওই ধাতব বস্তগুলি কিনে নেন৷
আরও পড়ুন: গরুর দুধে সোনা তত্ত্বে দিলীপের পাশে সুকান্ত! বিজেপি গরু বিজ্ঞানীদের দল,কটাক্ষ তৃণমূলের
গরুর পেট থেকে যে সোনাই বেরিয়েছে, সে বিষয়ে একরকম নিশ্চিত স্থানীয়রাও৷ তাঁদের প্রশ্ন, সোনা বা মূল্যবান বস্তু না হলে কেন এত টাকা স্বর্ণ ব্যবসায়ী তা কিনে নেবেন৷ গ্রামেরই বাসিন্দা স্থানীয় এক যুবক বলেন, 'পাথরগুলো দেখতে ঠিক কাঁচা ছোলার মতো, সোনালি রং৷ সোনা বা দামি কিছু না হলে স্বর্ণ ব্যবসায়ী তা কিনবেন কেন?'
যদিও গোমূত্রে সোনা মেলার এই দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা৷ জেলা বিজ্ঞান মঞ্চের সদস্য প্রদীপ সরকারের দাবি, 'মানুষের মতো গবাদি পশুর পেটেও গলব্লাডার জাতীয় পাথর হতে পারে৷ হয়তো গোবর বা গোমূত্রের সঙ্গে সেসবই বেরিয়ে এসেছে৷ কিন্তু তা কখনওই সোনা বা ওই জাতীয় দামি কোনও ধাতু নয়৷ কারণ সোনা হল খনিজ পদার্থ৷ তা গরুর পেটে থাকতে পারে না৷ যারা এই প্রচার করছে, তার পিছনে বিশেষ উদ্দেশ্য রয়েছে৷'
Jiaul Alam
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cow, Dilip Ghosh, Gold