আর কাশ্মীরে কাজে নয়, আরও দুই শ্রমিককে রাজ্যে ফেরালো সরকার

Last Updated:
#উত্তর ২৪ পরগনা: কাশ্মীর থেকে বনগাঁর দুই শ্রমিক ফেরালো রাজ্য সরকার৷ উত্তর ২৪ পরগনা বনগাঁ ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কমল সরকার, দীপঙ্কর বিশ্বাস প্লাইউডের কারখানায় কাজে গিয়েছিল৷ গত বৃহস্পতিবার কাশ্মীরে পৌঁছান এই দুইজন৷ কিন্তু সাম্প্রতিক কাশ্মীরে জঙ্গী হামলায় মুর্শিদাবাদের ৫ শ্রমিকের মৃত্যু হয়৷ সেই কারণেই পশ্চিমবঙ্গের সব শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়ে৷ তাঁদের ফেরানোর তৎপরতা শুরু করে রাজ্য সরকার৷
সেই মতই সেনাদের তৎপরতায় পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সমন্বয় ঘটিয়ে শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করে রাজ্য সরকার৷ গতকাল রাতে রাজ্য সরকার বাড়িতে পৌঁছে দেয় কমল সরকার, দীপঙ্কর বিশ্বাস নামে দুই শ্রমিককে৷ বনগাঁর এই সীমান্তবর্তী গ্রামে কাজ না থাকার কারণেই এরা দুজন কাজে গিয়েছিল কাশ্মীরে৷ যদিও রাজ্য সরকারের এই উদ্যোগকে খুশি পরিবার৷ বাড়ির সদস্যরা সুস্থভাবে বাড়িতে ফেরার তারা খুশি বলে জানান পরিবারের সদস্যরা৷ নুন ভাত খেয়ে বেঁচে থাকলেও ঘরের ছেলে ঘরে বসে কাজ করবে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আর কাশ্মীরে কাজে নয়, আরও দুই শ্রমিককে রাজ্যে ফেরালো সরকার
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement