আর কাশ্মীরে কাজে নয়, আরও দুই শ্রমিককে রাজ্যে ফেরালো সরকার
Last Updated:
#উত্তর ২৪ পরগনা: কাশ্মীর থেকে বনগাঁর দুই শ্রমিক ফেরালো রাজ্য সরকার৷ উত্তর ২৪ পরগনা বনগাঁ ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কমল সরকার, দীপঙ্কর বিশ্বাস প্লাইউডের কারখানায় কাজে গিয়েছিল৷ গত বৃহস্পতিবার কাশ্মীরে পৌঁছান এই দুইজন৷ কিন্তু সাম্প্রতিক কাশ্মীরে জঙ্গী হামলায় মুর্শিদাবাদের ৫ শ্রমিকের মৃত্যু হয়৷ সেই কারণেই পশ্চিমবঙ্গের সব শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়ে৷ তাঁদের ফেরানোর তৎপরতা শুরু করে রাজ্য সরকার৷
সেই মতই সেনাদের তৎপরতায় পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সমন্বয় ঘটিয়ে শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করে রাজ্য সরকার৷ গতকাল রাতে রাজ্য সরকার বাড়িতে পৌঁছে দেয় কমল সরকার, দীপঙ্কর বিশ্বাস নামে দুই শ্রমিককে৷ বনগাঁর এই সীমান্তবর্তী গ্রামে কাজ না থাকার কারণেই এরা দুজন কাজে গিয়েছিল কাশ্মীরে৷ যদিও রাজ্য সরকারের এই উদ্যোগকে খুশি পরিবার৷ বাড়ির সদস্যরা সুস্থভাবে বাড়িতে ফেরার তারা খুশি বলে জানান পরিবারের সদস্যরা৷ নুন ভাত খেয়ে বেঁচে থাকলেও ঘরের ছেলে ঘরে বসে কাজ করবে৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 05, 2019 2:36 PM IST