Special Prayer: বেঁচে থাকুক ম্যানগ্রোভ, জঙ্গল বাঁচাতে সুন্দরবনে বিশেষ প্রার্থনা সভা

Last Updated:

Special Prayer: বসিরহাট মহকুমার জয় কৃষ্ণপুর ঠাকুরতলা এলাকায় অনুষ্ঠিত হয় বিশেষ এই প্রার্থনা সভাটি। সেখানে ম্যানগ্রোভ রক্ষার পাশাপাশি সুন্দরবনকে বাঁচানোর জন্য প্রার্থনা করা হয়

+
সুবিশেষ

সুবিশেষ প্রার্থনা সভা

উত্তর ২৪ পরগনা: সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যকে বাঁচাতে এবং সুন্দরবনবাসীকে ‘অভিশপ্ত’ ঘূর্ণিঝড়ের হাত থেকে বাঁচাতে আয়োজিত হল বিশেষ প্রার্থনা সভা। বিশেষ নাম কীর্তন এবং প্রার্থনা সভার আয়োজন করলেন গ্রামবাসীরা।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকা দিয়ে বয়ে গেছে ইছামতি, ডাঁসা, ছোট কলাগাছি, বিদ‍্যাধরী সহ একাধিক নদী। বসিরহাট মহাকুমার বড় অংশ জুড়ে রয়েছে উপকূলবর্তী এলাকা। ঘূর্ণিঝড় বারবার আঘাত হানে, তছনছ করে দেয় গোটা এলাকা। আয়লা, আমফান, বুলবুল, রিমেল সহ একাধিক ঘূর্ণিঝড় আঘাত করেছে বসিরহাটের উপকূলবর্তী এলাকায়। ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারত যদি না বুক চিতিয়ে ঘূর্ণিঝড়ের সঙ্গে মোকাবিলা করত ম্যানগ্রোভ অরণ্য।
advertisement
advertisement
এক কথায় সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য যদি না থাকত তাহলে বসিরহাটের উপকূলবর্তী এলাকা তো বটেই, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঘূর্ণিঝড়ের আঘাত আরও তীব্র থেকে তীব্র হত। তবে দিনের পর দিন যেভাবে ম্যানগ্রোভ অরণ্য কমছে তাতে আগামী দিনে আরও বড় বিপদের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেদিকেই তাকিয়ে এবার এলাকার বাসিন্দারা ম্যানগ্রোভ অরণ্যকে বাঁচাতে এবং সুন্দরবনবাসীকে অভিশপ্ত ঘূর্ণিঝড়ে হাত থেকে রক্ষা করতে নাম কীর্তন এবং প্রার্থনা সভার আয়োজন করেন।
advertisement
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার জয় কৃষ্ণপুর ঠাকুরতলা এলাকায় অনুষ্ঠিত হয় বিশেষ এই প্রার্থনা সভাটি। পাশাপাশি সকলকে সচেতন হয়ে ওঠার ডাক দেওয়া হয়।
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Special Prayer: বেঁচে থাকুক ম্যানগ্রোভ, জঙ্গল বাঁচাতে সুন্দরবনে বিশেষ প্রার্থনা সভা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement