South Dinajpur News: খোঁজাখুঁজি করেও মেলেনি সন্ধান! নদীর ঘাট থেকে উদ্ধার পড়ুয়ার ব্যাগ, মোবাইল ও সাইকেল
- Reported by:SUSMITA GOSWAMI
- news18 bangla
- Published by:Arjun Neogi
Last Updated:
South Dinajpur News: বালুরঘাট শহরের রঘুনাথ মন্দির সংলগ্ন আত্রেয়ী নদীর ঘাট থেকে উদ্ধার এক স্কুল পড়ুয়ার ব্যাগ, মোবাইল ও সাইকেল। তবে নিখোঁজ ওই পড়ুয়ার বাড়ি কোথায় এখনও তা স্পষ্ট নয়। ইতিমধ্যেই আত্রেয়ী নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়েছে।
দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট শহরের রঘুনাথ মন্দির সংলগ্ন আত্রেয়ী নদীর ঘাট থেকে উদ্ধার এক স্কুল পড়ুয়ার ব্যাগ, মোবাইল, সাইকেল ও ছাতা। দীর্ঘ প্রায় তিন ঘণ্টা সাইকেল ও ব্যাগ নদীর ধারে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপরেই খবর দেওয়া হয় বালুরঘাট থানার পুলিশকে। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, নদীর জল বেশি থাকায় নদীর জলে তলিয়ে যেতে পারে ওই ছাত্র।
কারণ বহু খোঁজাখুঁজি করেও এখনও কোনরকম খোঁজ পাওয়া যায়নি ওই পড়ুয়ার।
পুলিশ সূত্রে ওই স্কুল পড়ুয়ার ব্যাগ থেকে পাওয়া আইকার্ড অনুযায়ী জানা গেছে, নিখোঁজ ওই পড়ুয়ার নাম কৃতিমান বর্মন। সে বালুরঘাট হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সে সেখানেই পড়াশোনা করে।
advertisement
আরও পড়ুন: Indian Railways: রেললাইনের উপর থেকে উদ্ধার পরপর মৃতদেহ! শরীরে ক্ষত নেই, তবে কী খুন? ব্যাপক চাঞ্চল্য পুরুলিয়ার সুইসায়
এদিন ওই পড়ুয়ার ব্যাগের ভিতরে থাকা মোবাইল ফোনে বারবার ফোন আসতে থাকলেও ফোন রিসিভ করার সাহস পায়নি স্থানীয়রা। এরপরেই বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ সাইকেল ও মোবাইল উদ্ধার করে নিয়ে এসেছে। কিন্তু তাঁর বাড়ি কোথায় এখনও তা স্পষ্ট নয়।
advertisement
আরও পড়ুন: Helicopter Ride In Darjeeling: দার্জিলিং এবার আরও দারুণ, আকাশে উড়ে উড়ে পাহাড় দেখুন, হেলিকপ্টার চালু হল বলে…
তবে, কিভাবে নিখোঁজ হল ওই স্কুল পড়ুয়া তা জানা নেই কারোর। ইতিমধ্যেই আত্রেয়ী নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়েছে তাঁর। তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 11, 2025 4:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South Dinajpur News: খোঁজাখুঁজি করেও মেলেনি সন্ধান! নদীর ঘাট থেকে উদ্ধার পড়ুয়ার ব্যাগ, মোবাইল ও সাইকেল








