Indian Railways: রেললাইনের উপর থেকে উদ্ধার পরপর মৃতদেহ! শরীরে ক্ষত নেই, তবে কী খুন? ব্যাপক চাঞ্চল্য পুরুলিয়ার সুইসায়
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Indian Railways: রেল লাইনের উপর থেকে উদ্ধার দুই নাবালিকা-সহ এক মহিলার মৃতদেহ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলের মুরি-চাণ্ডিল শাখার সুইসা রেলস্টেশন সংলগ্ন এলাকায়।
সুইসা ,পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: রেল লাইনের উপর থেকে উদ্ধার দুই নাবালিকা-সহ এক মহিলার মৃতদেহ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলের মুরি-চাণ্ডিল শাখার সুইসা রেলস্টেশন সংলগ্ন এলাকায়। রেল লাইনের মধ্যে শায়িত অবস্থায় তিনটি দেহ উদ্ধার করে পুরুলিয়া জিআরপি।
আরও পড়ুনঃ দুরন্ত গতিতে ছুটছিল রাজধানী এক্সপ্রেস, হঠাৎ বীভৎস জড়ো আওয়াজ! যা ঘটল পরমুহূর্তেই, ছুটে এল RPF
স্থানীয় সূত্রে খবর পেয়ে এই দিন ভোররাতে পুরুলিয়া জিআরপি ওই দেহ তিনটি উদ্ধার করে। ভাগ্যক্রমে ওই সময় রেল লাইনের উপর দিয়ে কোনও ট্রেন না যাওয়ায় দেহগুলি অক্ষত অবস্থায় রয়েছে। ঘটনাস্থল থেকে দেহগুলি উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হাতোয়ারা মর্গে পাঠান হয়েছে ময়না তদন্তের জন্য।
advertisement
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা দীপক কুইরি বলেন, সুইসা স্টেশনের সামনে রেল লাইনের উপর তিনটি দেহ উদ্ধার হয়েছে। তাঁরা কিছুটা আতঙ্কের মধ্যে রয়েছেন। কারণ ঝাড়খন্ড সীমান্তবর্তী তাদের এলাকা। এখানে প্রায়শই চুরি ছিনতাই এর ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি। পুলিশ প্রশাসনের বাড়তি নজরদারির দাবি জানিয়েছেন তিনি।
advertisement
জিআরপি সূত্রে জানা গেছে, মৃতদহ গুলির মধ্যে রয়েছেন এক প্রাপ্তবয়স্ক মহিলা ও দুই নাবালিকা। এখনও কারও কোনও পরিচয় মেলেনি। এটা কি নিছকি কোনও দুর্ঘটনা, নাকি কেউ খুন করে দেহগুলো এখানে ফেলে গিয়েছে। উঠছে একাধিক প্রশ্নে? রহস্য উদঘাটনে তদন্তে নেমেছে পুরুলিয়া জিআরপি। গোটা এলাকায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 11, 2025 1:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: রেললাইনের উপর থেকে উদ্ধার পরপর মৃতদেহ! শরীরে ক্ষত নেই, তবে কী খুন? ব্যাপক চাঞ্চল্য পুরুলিয়ার সুইসায়