Indian Railways: দুরন্ত গতিতে ছুটছিল রাজধানী এক্সপ্রেস, হঠাৎ বীভৎস জড়ো আওয়াজ! যা ঘটল পরমুহূর্তেই, ছুটে এল RPF

Last Updated:

চলন্ত রাজধানী এক্সপ্রেসে ঢিল ছোঁড়ার অভিযোগে ধূপগুড়ির খলইগ্রাম সংলগ্ন এলাকা থেকে এক কিশোরকে আটক করল আরপিএফ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে গৌহাটিগামী ১৪২৪ রাজধানী এক্সপ্রেসে।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
জলপাইগুড়ি, সুরজিৎ দে: চলন্ত রাজধানী এক্সপ্রেসে ঢিল ছোঁড়ার অভিযোগে ধূপগুড়ির খলইগ্রাম সংলগ্ন এলাকা থেকে এক কিশোরকে আটক করল আরপিএফ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে গৌহাটিগামী ১৪২৪ রাজধানী এক্সপ্রেসে। রেল সূত্রে জানা গেছে, রাজধানী এক্সপ্রেস যখন খলইগ্রাম সংলগ্ন এলাকায় পৌঁছয়, তখন কয়েকজন কিশোর ট্রেন লক্ষ্য করে ঢিল ছোড়ে। এর জেরে ট্রেনের একটি জানালার কাঁচ ভেঙে যায়।
আরও পড়ুন: চারিদিকে শুধু কান্না-গোঙ্গানির শব্দ! ভয়াবহ বাস দুর্ঘটনা বাঁকুড়ায়! মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ৪, আহত ১৫
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ধূপগুড়ি আরপিএফ-এর আধিকারিক সঞ্জিত কুমার রায়। অভিযুক্ত সাত জন কিশোরকে শনাক্ত করা হয়। পরবর্তীতে, স্টেশন সংলগ্ন এলাকা থেকে এক কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে রেল পুলিশ। কিশোরের অভিভাবককেও থানায় ডেকে পাঠানো হয়। পরে তাকে ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয়।
advertisement
advertisement
এই বিষয়ে জলপাইগুড়ি আরপিএফ ইনস্পেক্টর বিপ্লব দত্ত জানান, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং কয়েকজন কিশোরকে শনাক্ত করি। একজনকে আটক করে পরে অভিভাবকের উপস্থিতিতে ছেড়ে দেওয়া হয়। ট্রেন লক্ষ্য করে ঢিল ছোড়া অত্যন্ত বিপজ্জনক। এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: দুরন্ত গতিতে ছুটছিল রাজধানী এক্সপ্রেস, হঠাৎ বীভৎস জড়ো আওয়াজ! যা ঘটল পরমুহূর্তেই, ছুটে এল RPF
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement