Accident: চারিদিকে শুধু কান্না-গোঙ্গানির শব্দ! ভয়াবহ বাস দুর্ঘটনা বাঁকুড়ায়! মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ৪, আহত ১৫
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Aniket Bauri
Last Updated:
Accident: চারিদিকে শুধু কান্না আর গোঙ্গানির শব্দ। মর্মান্তিক দুর্ঘটনা! সেই দুর্ঘটনায় গুরুতর আহত ১৫ জন! ঘটনাস্থলের ছুটে এলেন বিডিও নিজে। বাঁকুড়ার কোতুলপুর থানার সাঁইতারা এলাকায় দু'নম্বর রাজ্য সড়কে আজ রাত আটটা নাগাদ এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
কোতুলপুর, বাঁকুড়া,অনিকেত বাউরি: চারিদিকে শুধু কান্না আর গোঙ্গানির শব্দ। মর্মান্তিক দুর্ঘটনা! সেই দুর্ঘটনায় গুরুতর আহত ১৫ জন! ঘটনাস্থলের ছুটে এলেন বিডিও নিজে। বাঁকুড়ার কোতুলপুর থানার সাঁইতারা এলাকায় দু’নম্বর রাজ্য সড়কে আজ রাত আটটা নাগাদ এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
তারকেশ্বর থেকে বিষ্ণুপুরগামী ‘আরতি’ নামে একটি বেসরকারি বাস দাঁড়িয়ে থাকা একটি লরিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে প্রায় ১৫ জন আহত হন।
advertisement
advertisement
আহতদের তড়িঘড়ি কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মধ্যে তিনজনকে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে এবং একজনকে আরামবাগ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতুলপুর থানার পুলিশ ও বিডিও। পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্ভবত বাস চালকের অসাবধানতাই দুর্ঘটনার কারণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2025 11:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: চারিদিকে শুধু কান্না-গোঙ্গানির শব্দ! ভয়াবহ বাস দুর্ঘটনা বাঁকুড়ায়! মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ৪, আহত ১৫