Blue Whale-এর মারণ থাবা এবার এরাজ্যেও, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের কিশোর
Last Updated:
নীল তিমি রহস্য। অললাইনে সুইসাইড গেম। হঠাৎই প্রকাশ্যে ভয়াবহ এই খেলা।
#মেদিনীপুর: নীল তিমি রহস্য। অললাইনে সুইসাইড গেম। হঠাৎই প্রকাশ্যে ভয়াবহ এই খেলা। মুম্বইয়ের কিশোর মনপ্রীত সিংয়ের মৃত্যুর ঘটনার পিছনেও কী নীল তিমি রহস্য? অনলাইন গেমের হাতছানিতেই কী এই চরম সিদ্ধান্ত ১৪ বছরের কিশোরের?
মুম্বইয়ের পর এবার পশ্চিমবঙ্গের কেশপুর ৷ ক্লাস টেনের ছাত্র অঙ্কন দের পছন্দের খেলা ছিল অনলাইন সুইসাইড গেম। মুম্বইয়ে মনপ্রীত সিংহের মতো অঙ্কনও মারণ গেম ব্লু ওয়েলের স্বীকার হয়েছে বলে অনুমান করা হচ্ছে ৷
তার বন্ধুরা জানিয়েছেন অঙ্কনকে তার বাবার কম্পিউটারে অনলাইন সুইসাইড গেম খেলতে দেখা গিয়েছিল ৷ অঙ্কনের বাবার কেবল টিভি-র ব্যবসা ছিল ৷ শনিবার ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় অঙ্কনকে ৷
advertisement
advertisement
পুলিশ ওই কম্পিউটারটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে ৷ কোন লিঙ্কের মাধ্যমে এই গেম খেলা শুরু অঙ্কন তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে ৷ অঙ্কের মৃত্যু রহস্যের পিছনে ব্লু ওয়েল চ্যালেঞ্জের যোগ রয়েছে বলে অনুমান করছে পুলিশ ৷
তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, কম্পিটার গেম ও গ্যাজেটস নিয়ে খেলতে ভালোবাসত অঙ্কন ৷ শনিবার স্নান করতে ডুকে অনেকক্ষণ দরজা না খোলায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের ৷ দরজা ভেঙে তার অঙ্কনের ঝুলন্ত দেহ উদ্ধার করে ৷
advertisement
কী এই ব্লু হোয়েল ?
এটি একটি অনলাইন সোশ্যাল মিডিয়া গ্রুপ যা যুবসম্প্রদায়কে নিজেদের ক্ষতি ও আত্মহত্যায় প্ররোচনা দেয়
---গ্রুপের অ্যাডমিনিস্ট্রেটর প্রতিযোগীদের ৫০ দিনের চ্যালেঞ্জ দেন
--সারাদিন গান শোনা, মাঝরাতে ভয়ের সিনেমা দেখার মতো প্রতিদিনই নিত্যনতুন চ্যালেঞ্জ দেওয়া হয়
---সময় যত এগোয় চ্যালেঞ্জ তত কঠিন হতে থাকে
---হাত কেটে ব্লু হোয়েলের ছবি আঁকতে দেওয়া হয়
advertisement
--প্রতিদিনের কাজ শেষ করার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হয়
--পঞ্চাশতম দিনে প্রতিযোগীকে আত্মহত্যার নির্দেশ দেওয়া হয়
--যাঁরা আত্মহত্যার মতো চরম পদক্ষেপ করতে ভয় পান তাদের হুমকি দেওয়া হয়, কাছের কোনও মানুষের ক্ষতি হবে
এ মারণ খেলার অ্যাডমিনিস্ট্রেটর কে?
---এমন একজন যে প্লেয়ার ধরার জন্য অনলাইনে ওত পেতে বসে থাকে
advertisement
--কেউ গেম খেলতে রাজি হলে পর্দার আড়ালে থেকে সে খেলাটি পরিচালনা করে
--অংশগ্রহণকারীদের টাস্ক’দেয়
--কাজ শেষ হওয়ার পর একেই ছবি পাঠাতে হয়
নীল তিমি খেলায় তিমি কে? অর্থাৎ হোয়েলটা কে?
--এই খেলায় অংশগ্রহণকারীদের হোয়েল বলা হয়
--স্বেচ্ছায় তারা এই মারণ খেলায় যোগ দেয়
--এরাই অ্যাডমিনিস্ট্রেটরের দেওয়া ‘টাস্ক’ করে এবং ছবি পাঠায়
advertisement
--গেমের শেষে এদেরই আত্মহত্যা করতে বলা হয়
২০১৩ সালে রাশিয়ায় শুরু হয় এই মারণ খেলা। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে দু’বছর পর ।
কী ভাবে বিস্তার ?
২০১৩ সালে রাশিয়ায় প্রথম সূত্রপাত
২০১৫ সালে প্রথম আত্মহত্যার খবর পাওয়া যায়
গেমের এক অ্যাডমিনিস্ট্রেটর ফিলিপ বুদেইকিন রুশ আদালতে দোষী সাব্যস্ত হয়। তার দাবি ছিল, সমাজ সাফাই করতেই এই গেম ছড়িয়েছে সে
advertisement
১৬ জন কিশোরীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে ফিলিপের বিরুদ্ধে
গত মাসে মস্কোতে ব্লু হোয়েল সুইসাউড চ্যালেঞ্জের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করে পুলিশ। ইউরোপীয় সোশ্যাল নেটওয়ার্কের হাত ধরেই ছড়িয়েছে এই গেম
গেম নিয়ে একাধিক প্রশ্ন
সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত এই গেমটি হাইড থাকে, তা হলে যারা এর খপ্পরে পড়েন তাঁরা কীভাবে এর সন্ধান পান ?
অনেকের দাবি, এর জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে হয়। অন্য সূত্র বলছে, কেউ গেমটি খেলতে চাইলে অ্যাডমিনিস্ট্রটরের খোঁজে ফেসবুক বা ইনস্টাগ্রামে #ব্লুহোয়েলচ্যালেঞ্জ, #আইঅ্যামহোয়েল লিখে পোস্ট করেন। অ্যাডমিনিস্ট্রেটর নিজেই তার সঙ্গে যোগাযোগ করেন নবীন প্রজন্ম জেনেশুনে কেন এই জীবনঘাতী খেলায় জড়াচ্ছে ?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 14, 2017 9:24 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Blue Whale-এর মারণ থাবা এবার এরাজ্যেও, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের কিশোর









