South 24 Parganas News: অপেক্ষার শেষ অবশেষে..এবার মিলবে কাজ! জব কার্ড নিয়ে তোড়জোড় শুরু দক্ষিণ ২৪ পরগনায়, হচ্ছে KYC ভেরিফিকেশন
- Published by:Satabdi Adhikary
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
দীর্ঘদিন আটকে থাকার পর আবার কি শুরু হবে মহাত্মা গান্ধী জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্পের অধীনে জব কার্ডের ১০০ দিনের কাজ। সম্প্রতি জব কার্ডের ই-কেওয়াইসি ভেরিফিকেশন শুরু হওয়ায় সেই গুঞ্জন তীব্র হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়।
সাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: দীর্ঘদিন আটকে থাকার পর আবার কি শুরু হবে মহাত্মা গান্ধি জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্পের অধীনে জব কার্ডের ১০০ দিনের কাজ? সম্প্রতি জব কার্ডের ই-কেওয়াইসি ভেরিফিকেশন শুরু হওয়ায় সেই গুঞ্জন তীব্র হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়।
জেলার সাগর, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, মথুরাপুর সহ সর্বত্র এই কাজ বন্ধ থাকায় অসুবিধায় পড়েছিলেন সাধারণ মানুষজন। অনেকজন বাধ্য হয়ে পরিযায়ী শ্রমিকের কাজ বেছে নেন। কিন্তু এবার সেই জব কার্ডের ভেরিফিকেশন চলছে।
advertisement
advertisement
জব কার্ডের সঙ্গে ফেস ম্যাচিং, আধার লিঙ্কং-এর কাজ চলছে সমস্ত পঞ্চায়েতগুলিতে। যার জেরে খুবই খুশি স্থানীয়রা। সকলেই মনে করছেন এই কাজ শেষ হলে আবার নতুন করে ওই প্রকল্পের কাজ শুরু হবে। এ নিয়ে সুনীল কুমার ঘোড়ুই জানিয়েছেন, এই কাজ চলার ফলে একটা সুবিধা হবে। যাঁরা মৃত অথবা অন্যত্র চলে গিয়েছেন, তাঁদের নাম তালিকায় থাকবে না। কিংবা যাঁদের কাজের দরকার নেই। তারা বায়োমেট্রিক করবেনা। ফলে এই জব কার্ডের তালিকা আরও স্বচ্ছ হবে।
advertisement
কাজ শুরু হলে এই ফেস ম্যাচিং করে কে কাজ করছে তা বোঝা যাবে। দীর্ঘদিন এই টাকা না আসায় গরিব মানুষজন খুবই সমস্যার মধ্যে ছিলেন। নতুন করে এই ভেরিফিকেশনের কাজ হওয়ায় ১০০ দিনের কাজ আবার গতি পেয়েছে বলে মনে করছেন সকলেই। জেলার সমস্ত পঞ্চায়েতগুলিতে এই কাজ চলছে। এই কাজ করতে মানুষজনের লম্বা লাইন চোখে পড়ছে। এই কাজ এখন দ্রুত শুরু হোক এটাই চাইছেন সকলেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
October 18, 2025 2:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: অপেক্ষার শেষ অবশেষে..এবার মিলবে কাজ! জব কার্ড নিয়ে তোড়জোড় শুরু দক্ষিণ ২৪ পরগনায়, হচ্ছে KYC ভেরিফিকেশন