Jaynagar Moa: নতুন সাজে বাঙালি বিয়ের ডালা, জয়নগরের মোয়ার তত্ত্বে আনন্দ দ্বিগুণ! অতিথিরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Jaynagar Moa: শীতে বাঙালি বিয়ের তত্ত্ব সাজছে মোয়াতে। জয়নগরের মোয়া দিয়ে তৈরি তত্ত্বের ডালা নজর কাড়ছে সবার।
দক্ষিণ ২৪ পরগনা, জয়নগর, সুমন সাহা: বাঙালি বিয়েতে তত্ত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়। তত্ত্ব সাজানো এমন হবে যার প্রশংসা লোকের মুখে মুখে ঘুরবে। এমনকি বিয়ে হয়ে যাওয়ার কয়েক বছর পরেও লোকে বলবে আহা অমুকের বিয়েতে যা তত্ত্ব সাজানো দেখেছিলাম না, চোখ একেবারে জুড়িয়ে যায়।
তবে গরমকালের তুলনায় শীতকালে বিয়ের আয়োজন করাতে আগ্রহী অধিকাংশ মানুষ। তা ছাড়া শীতের সময়ে একটা বড় বার্ষিক ছুটি পাওয়া যায়। ফলে এই সময়ে কোনও আনন্দ উৎসব হলে দূর দূরান্তে যত আত্মীয়স্বজন থাকেন, সকলে একসঙ্গে মিলিত হতে পারেন। বিয়ে মানেই এক বিশাল যজ্ঞ। আর এখনকার বিয়েতে তত্ত্বের ডালায় থাকে নানান ধরনের মিষ্টির আয়োজন।
advertisement
আরও পড়ুন: পৌষমেলায় পটচিত্রের এক্সক্লুসিভ কালেকশন, ঘরে নিয়ে যাওয়ার খরচ ৫০থেকে ৬০ হাজার টাকা! হাতে সময় অল্প
advertisement
তবে শীতের মরশুমে তত্ত্বের ডালাতে জয়নগরের মোয়া না থাকলে যেন বিয়ে বাড়ি তত্ত্বের তলায় শোভা পায় না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে তত্ত্বের মিষ্টিতে আইবুড়োভাত, মণ্ডপ সজ্জা, পাল্কি, গোলাপের তোড়া, সিঁদুর দান, তবলা, তানপুরার সাজে ডালা ব্যবহার বেশি হত। এখন রুচি বদলাচ্ছে। প্রজাপতি, মাছ, ফল, ফুল, সন্দেশ দিয়ে সাজানো ডালায় অল্প মিষ্টি তত্ত্বের ডালা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চাহিদা অনুযায়ী স্পেশ্যাল তত্ত্বের ডালাও আছে। আর তার মধ্যে অন্যতম শোভা পাচ্ছে জয়নগরের মোয়া দিয়ে তৈরি নানান ধরনের ডিজাইন। মানুষ এখন অনেকটা সৌখিন হয়েছেন। একটু নতুনভাবে সাজাতে চাইছেন তত্ত্বের ডালা। যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়াও লাগছে। আর সেখানেই সুপারহিট জয়নগরের মোয়া দিয়ে তৈরি তত্ত্বের ডালা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Dec 26, 2025 4:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jaynagar Moa: নতুন সাজে বাঙালি বিয়ের ডালা, জয়নগরের মোয়ার তত্ত্বে আনন্দ দ্বিগুণ! অতিথিরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন









