Inspirational Story: কথা বলতে-কানে শুনতে না পারলেও দমে যাননি! পিঠে বিক্রি করে চালাচ্ছেন সংসার, জলপাইগুড়ির যুবকের লড়াই জানলে কুর্নিশ জানাবেন আপনিও
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Inspirational Story: জয়দীপ কথা বলতে ও শুনতে না পারলেও থেমে থাকতে নারাজ। বৃদ্ধ মা, দুই বোন ও এক ভাইয়ের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি। তাঁর সংগ্রাম প্রমাণ করে, শারীরিক প্রতিবন্ধকতা কখনও জীবনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।
জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ এ যেন নীরবতার ভাষায় সংগ্রামের গল্প। জলপাইগুড়ির জয়দীপ নীরবেই লড়ে চলেছেন তাঁর জীবন সংগ্রাম। শীতের সন্ধ্যা নামলেই জলপাইগুড়ি শহরের ব্যস্ততার মাঝেই এক অন্যরকম ছবি ধরা পড়ে। বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের এক কোণায় বসে পড়েন জয়দীপ মোহন্ত। সামনে সাজানো গরম গরম ভাপা পিঠের পসরা। ঠাণ্ডার মধ্যে ধোঁয়া ওঠা পিঠের গন্ধে যেমন মন ভরে যায়, তেমনই মন ছুঁয়ে যায় জয়দীপের নীরব উপস্থিতি।
জয়দীপ কথা বলতে পারেন না, কানেও শুনতে পান না। তবুও তাঁর দোকানে নেই কোনও অস্বস্তি। দোকানের সামনে স্পষ্ট করে লেখা থাকে ভাপা পিঠের দাম। ক্রেতারা ঈশারায় জানান ক’টা পিঠে চাই। এই ঈশারাতেই চলে লেনদেন। মাঝে মাঝে ছোট ভাই এসে সহযোগিতা করে, কিন্তু বেশিরভাগ সময় নিজের চেষ্টাতেই সব কিছু সামলান এই যুবক।
advertisement
আরও পড়ুনঃ অটো নিয়ে সোজা গাছে ধাক্কা, মর্মান্তিক পরিণতি চালকের! একমাত্র রোজগেরের মৃত্যুতে দিশেহারা পরিবার
স্থানীয় বাসিন্দা ও জয়দীপের দোকানের নিয়মিত ক্রেতাদের কথায়, প্রতিবন্ধকতা কখনও তাঁকে থামাতে পারেনি। তিনি কখনও কারও কাছে হাত পাতেননি। কখনও শ্রমিকের কাজ, কখনও ছোটখাটো পেশা, কঠোর পরিশ্রমই ছিল তাঁর জীবনের মূল ভরসা। এখন শীতের মরসুমে ভাপা পিঠে বিক্রিই তাঁর পরিবারের একমাত্র আয়ের উৎস।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জয়দীপের বাবা নেই। এই সামান্য আয় দিয়েই তিনি বৃদ্ধ মা, দুই বোন ও এক ভাইয়ের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। তাঁর লড়াই প্রমাণ করে, শারীরিক প্রতিবন্ধকতা কখনও জীবনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। কথা না বলে, কানে না শুনেও সম্মানের সঙ্গে বাঁচা যায়। জলপাইগুড়ির জয়দীপ মোহন্ত তাঁর নীরব সংগ্রামের মধ্য দিয়েই সমাজের প্রতিটি মানুষের কাছে সেই বার্তাই পৌঁছে দিচ্ছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Dec 26, 2025 4:09 PM IST









