Indian Railways: ভাড়া বাড়াল রেল...বন্দে ভারত, দুরন্ত, জন শতাব্দী, এমনকি গরিব রথেরও! Sleeper, AC কোন কামরায় কত?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ভারতীয় রেলওয়ে জানিয়েছে, দ্রুতই সব স্টেশনে নতুন ভাড়ার চার্ট আপডেট করা হবে এবং নিরাপদ, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের যাত্রা প্রদানের প্রতিশ্রুতি পালনে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ৷
advertisement
advertisement
advertisement
advertisement
২১৫ কিলোমিটারের বেশি দূরত্বের দ্বিতীয় শ্রেণির জেনারেল কামরায় যাত্রার জন্য, ভাড়া বিভিন্ন স্ল্যাবে বৃদ্ধি পাবে: ২১৬ থেকে ৭৫০ কিলোমিটার দূরত্বের জন্য ৫ টাকা, ৭৫১ থেকে ১,২৫০ কিলোমিটার দূরত্বের জন্য ১০ টাকা, ১,২৫১ থেকে ১,৭৫০ কিলোমিটার দূরত্বের জন্য ১৫ টাকা এবং ১,৭৫১ থেকে ২,২৫০ কিলোমিটার দূরত্বের জন্য ২০ টাকা।
advertisement
স্লিপার ক্লাসের সাধারণ এবং ফার্স্ট ক্লাস জেনারেলের ভাড়া শহরতলির বাইরের ভ্রমণের জন্য প্রতি কিলোমিটারে ১ পয়সা করে বাড়বে ৷ মেল এবং এক্সপ্রেস ট্রেনের জন্য, নন-এসি এবং এসি উভয় ক্লাসের ভাড়া — স্লিপার, ফার্স্ট ক্লাস, এসি চেয়ার কার, এসি থ্রি-টায়ার, এসি টু-টায়ার এবং এসি ফার্স্ট ক্লাস সহ — প্রতি কিলোমিটারে ২ পয়সা করে বাড়বে। উদাহরণস্বরূপ, মন্ত্রণালয় জানিয়েছে যে নন-এসি মেইল বা এক্সপ্রেস কোচে ৫০০ কিলোমিটার ভ্রমণকারী যাত্রীদের ১০ টাকা অতিরিক্ত দিতে হবে।
advertisement









