Gangasagar Bridge: আর ভেসেলের জন্য অপেক্ষা নয়, এবার সহজ হবে গঙ্গাসাগর ভ্রমণ! মুড়িগঙ্গার উপর নয়া সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, জানুন কবে

Last Updated:

South 24 Parganas News Gangasagar Bridge: মুড়িগঙ্গা নদীর উপর ৪ কিলোমিটার দীর্ঘ হবে এই গঙ্গাসাগর সেতু। আর এই সেতুর কাজের সূচনা ঘিরে এই মুহূর্তে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে।

+
কপিলমুনি

কপিলমুনি আশ্রম

গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: মেলা আসতেই গঙ্গাসাগর সেতু নিয়ে আশায় বুক বাঁধছে সাগরদ্বীপের বাসিন্দারা। অনেকটা সময় তারা এই সেতুর স্বপ্ন দেখেছেন। তবে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে সেতুর স্বপ্নকে সত্যি করতে পারেন। জানা গিয়েছে, গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ৫ জানুয়ারি গঙ্গাসাগরে আসবেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। জেলা প্রশাসনের সঙ্গে প্রস্তুতি বৈঠকের পাশাপাশি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান‌্যাস করার কথা তাঁর।
এছাড়াও রয়েছে মুড়িগঙ্গা নদীর উপর নয়া সেতুর কাজ শুরুর সূচনা করার কথাও। ফলে সাগরদ্বীপের বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। এখনও পর্যন্ত যে সফরসূচি তাতে ৫ জানুয়ারি তিনি সাগরে পৌঁছবেন। সেখানে পৌঁছেই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করবেন তিনি। ৬ জানুয়ারি কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর।
advertisement
advertisement
এখান থেকেই দ্রুত সেতু নির্মাণের আনুষ্ঠানিক সূচনা করা হবে। তিনি যখন দক্ষিণ ২৪ পরগনার সাগরে যাবেন, তখন সেখান থেকেই সেতুর শিলান‌্যাস করবেন। মুড়িগঙ্গার উপর এই সেতু নির্মাণ হলে তীর্থযাত্রীদের আর ভেসেলের অপেক্ষা করতে হবে না।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
প্রায় ১৭ কোটি টাকা ব‌্যয়ে এই সেতু নির্মাণ হবে। ৪ বছরের মধ্যে শেষ হবে সেতুর কাজ। কেন্দ্রীয় সরকার এর জন‌্য কোনও অর্থ না দিলেও রাজ‌্য সম্পূর্ণ নিজের খরচে এই সেতু নির্মাণ করবে। মুড়িগঙ্গা নদীর উপর ৪ কিলোমিটার দীর্ঘ হবে এই গঙ্গাসাগর সেতু। আর এই সেতুর কাজের সূচনা ঘিরে এই মুহূর্তে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। সাগরদ্বীপের বাসিন্দারা এখন ৫ জানুয়ারির অপেক্ষায় রয়েছেন, তারপর তাদের স্বপ্ন পূরণ হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangasagar Bridge: আর ভেসেলের জন্য অপেক্ষা নয়, এবার সহজ হবে গঙ্গাসাগর ভ্রমণ! মুড়িগঙ্গার উপর নয়া সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, জানুন কবে
Next Article
advertisement
সন্দেহজনক ১ কোটি ৩৬ লক্ষ ভোটার কারা? নামের তালিকা প্রকাশের দাবি অভিষেকের
সন্দেহজনক ১ কোটি ৩৬ লক্ষ ভোটার কারা? নামের তালিকা প্রকাশের দাবি অভিষেকের
  • ১ কোটি ৩৬ লক্ষ সন্দেহজনক ভোটার কারা, প্রশ্ন অভিষেকের৷

  • সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশের দাবি৷

  • দিল্লিতে কমিশনের সদর দফতর ঘেরাওয়ের হুঁশিয়ারি৷

VIEW MORE
advertisement
advertisement