দিনেদুপুরে দুঃসাহসিক কাণ্ড! আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে মহিলার সঙ্গে... আতঙ্কে কাঁটা এলাকাবাসী

Last Updated:

Snatching Incident: নরেন্দ্রপুর থানার লস্করপুর রামকৃষ্ণনগর এলাকায় ছিনতাই। আত্মীয়র বাড়ি যাওয়ার পথে প্রবীণ মহিলা সুমিতা রায়ের গলায় থাকা সোনার চেন ছিঁড়ে নিয়ে যায় দুই দুষ্কৃতী।

নরেন্দ্রপুরে প্রকাশ্যে  দুঃসাহসিক ছিনতাই
নরেন্দ্রপুরে প্রকাশ্যে দুঃসাহসিক ছিনতাই
নরেন্দ্রপুর, দক্ষিণ ২৪ পরগনা, অর্পন মন্ডল: দিনেদুপুরে দুঃসাহসিক ছিনতাই। দুই যুবক বাইকে করে এসে এক মহিলার গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে চম্পট দিল। আতঙ্কে কাঁটা গোটা এলাকা। বুধবার বিকেল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার লস্করপুর রামকৃষ্ণনগর এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। আত্মীয়র বাড়ি যাওয়ার পথে প্রবীণ মহিলা সুমিতা রায়ের গলায় থাকা সোনার চেন ছিঁড়ে নিয়ে যায় দুই দুষ্কৃতী।
আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র দেখিয়ে চাকদহের নামী ব্যাঙ্ক লুঠ! শেষে সিসিটিভি ধরিয়ে দিল ডাকাত দলকে, উদ্ধার মাত্র ৪ কেজি সোনা, বাকি কোথায়?
বিকেলবেলায় রামকৃষ্ণনগর এলাকায় এক প্রবীণ মহিলার গলায় থাকা সোনার চেন ছিনতাই করে পালাল দুই দুষ্কৃতী। অভিযোগ, সুমিতা রায় আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরিয়ে হাঁটা পথে ৫ মিনিটের দূরত্বে ছিলেন। এমন সময়ে বাইকে চেপে এসে দুই ছিনতাইকারী আচমকা তাঁর গলায় থাকা সোনার চেনটি টান মেরে নিয়ে যায়। হেঁচকা টানের জেরে গলায় ও মাথায় চোট পেয়েছেন মহিলা। সঙ্গে সঙ্গে তিনি ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে আছেন। কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা বাইক ছুটিয়ে চম্পট দিয়েছে। বাইকে করে আসা দুই ছিনতাইবাজের মাথায় হেলমেট ছিল না বলেই জানিয়েছেন অভিযোগকারী মহিলা।
advertisement
আরও পড়ুনঃ ভর সন্ধ্যায় মহিলার গলার সোনার হার… সিটি সেন্টার এলাকায় দুঃসাহসিক ছিনতাই! পুলিশের জালে ৪ দুষ্কৃতী
স্থানীয়দের সহযোগিতায় থানায় অভিযোগ দায়ের করেন তিনি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার জেরে চরম আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মহিলা জানান, “এতদিন টিভি-সংবাদে দেখেছি, কিন্তু দিনের আলোয় নিজের সঙ্গে এমন হবে কখনও ভাবিনি।” পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে, যদিও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিনেদুপুরে দুঃসাহসিক কাণ্ড! আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে মহিলার সঙ্গে... আতঙ্কে কাঁটা এলাকাবাসী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement