আগ্নেয়াস্ত্র দেখিয়ে চাকদহের নামী ব্যাঙ্ক লুঠ! শেষে সিসিটিভি ধরিয়ে দিল ডাকাত দলকে, উদ্ধার মাত্র ৪ কেজি সোনা, বাকি কোথায়?

Last Updated:

Robbery: নদিয়ার চাকদহ বাসস্ট্যান্ডের কাছে একটি বেসরকারি স্বর্ণ ঋণদাতা সংস্থার শাখায় দুই দুষ্কৃতী হানা দেয়। অগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় ১৫ কেজি সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

চাকদহে স্বর্ণ ঋণদাতা সংস্থায় ডাকাতির ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার ৩
চাকদহে স্বর্ণ ঋণদাতা সংস্থায় ডাকাতির ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার ৩
নদিয়া, চাকদহ, রঞ্জিত সরকার: নদিয়ার চাকদহে স্বর্ণ ঋণদাতা সংস্থার ডাকাতির ঘটনায় অবশেষে উদ্ধার সোনার গয়না। ৪ কেজি ৬০০ গ্রাম সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ। একটি আগ্নেয়াস্ত্রও মিলেছে অভিযুক্তের কাছ থেকে। যদিও সংস্থার অভিযোগ ছিল, ১৫ কেজি সোনা লুঠ হয়েছে।
আরও পড়ুনঃ ভর সন্ধ্যায় মহিলার গলার সোনার হার… সিটি সেন্টার এলাকায় দুঃসাহসিক ছিনতাই! পুলিশের জালে ৪ দুষ্কৃতী
গত ১৯ আগস্ট, মঙ্গলবার ভর সন্ধ্যায় নদিয়ার চাকদহ বাসস্ট্যান্ডের কাছে একটি বেসরকারি স্বর্ণ ঋণদাতা সংস্থার শাখায় দুই দুষ্কৃতী হানা দেয়। অগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় ১৫ কেজি সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, সোনার গয়না বন্দক রেখে টাকা ঋণ দেওয়া হয় ওই ব্যাঙ্কে। ডাকাতির ঘটনার সময়ে ব্যাঙ্কের ভিতরে মোট চার কর্মী উপস্থিত ছিলেন। দু’ব্যাগ ভর্তি করে সোনার গয়না নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। এরপরেই ব্যাঙ্ক কর্মীরা চাকদহ থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় চাকদহ থানার পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ ডুয়ার্সের জঙ্গল সাফারি হবে আরও রোমাঞ্চকর! গরুমারার জঙ্গলে দেখা মিলল নতুন অতিথিদের, দেরি না করে ঘুরে আসুন
দুষ্কৃতীদের খোঁজে রানাঘাট পুলিশ জেলা ক্রাইম সেল ও চাকদহ থানার পুলিশ যৌথ অভিযান শুরু করে। ঘটনাস্থল এবং আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। ঘটনার দিন দু’টি এলাকার সিসিটিভি ক্যামেরায় দুষ্কৃতীদের গতিবিধি ধরা পড়ে। সেই ফুটেজ দেখেই দুষ্কৃতীদের শনাক্ত করে পুলিশ। আর তারপরেই গ্রেফতার। পুলিশের যৌথ অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের হেফাজত থেকেই ৪ কেজি ৬০০ গ্রাম সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আগ্নেয়াস্ত্র দেখিয়ে চাকদহের নামী ব্যাঙ্ক লুঠ! শেষে সিসিটিভি ধরিয়ে দিল ডাকাত দলকে, উদ্ধার মাত্র ৪ কেজি সোনা, বাকি কোথায়?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement