South 24 Parganas News : 'সর্বনাশের মাথায় পা'! ব*ন্দুক পরিস্কার করতে গিয়ে হল চরম বিপদ, গু*লি গিয়ে লাগল নিজের বুকেই

Last Updated:

South 24 Parganas News : লাইসেন্স প্রাপ্ত ব*ন্দুক পরিষ্কার করতে গিয়ে হল চরম বিপদ। অসাবধানতার কারণে নিজের বুকেই লাগল গু*লি।

আহতকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।
আহতকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।
দক্ষিণ ২৪ পরগণা, অর্পন মন্ডল : লাইসেন্স প্রাপ্ত ব*ন্দুক পরিষ্কার করতে গিয়ে হল চরম বিপদ। অসাবধানতার কারণে নিজের বুকেই লাগল গু*লি। জানা গিয়েছে, নিজের ব*ন্দুক থেকে গু*লি এসে লেগেছে যুবকের বুকের ডান দিকে। পুলিশ সূত্রে খবর, গু*লিবিদ্ধ ব্যক্তির নাম সুজয় নস্কর। বাড়ির উত্তর বাগী এলাকায়।
উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত পাম্প ভিলেজে হয়েছে এই দুর্ঘটনা। জানা গিয়েছে, লাইসেন্স প্রাপ্ত আগ্নে*য়াস্ত্র পরিষ্কার করার সময় গু*লিবিদ্ধ হন লাইসেন্সধারী। এই ঘটনায় সকলেই হকচকিয়ে যান। যদিও র*ক্তাক্ত অবস্থা ওই যুবককে স্থানীয় মানুষজন উদ্ধার করে প্রথমে আমতলা গ্রামীন হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন : সদ্যজাতকে তুলে নিয়ে যাচ্ছিল মদ্যপ দুই মহিলা, তুমুল হইচই হাসপাতালে! নার্সদের চিৎকারেই ভেস্তে গেল গোটা পরিকল্পনা
যদিও সেখান থেকে আহতকে পরে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সেখান থেকে ফের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে কীভাবে হল এমন কাণ্ড, সেই তথ্য পেতে ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন : সরকারি টাকায় ‘দায়সারা’ কাজ! হতে না হতেই বসে গেল রাস্তা! পরিদর্শনে গিয়ে ফ্যাঁসাদে ইঞ্জিনিয়াররা 
একজন লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে এমন ঘটনায় রীতিমতো অবাক হয়ে গিয়েছেন সকলে। কেউ কেউ আবার এই ঘটনা নিয়ে সন্দেহপ্রকাশ করেছেন। পাশাপাশি আহত ব্যক্তির স্বাস্থ্য চিন্তায় রেখেছে পরিবার ও আত্মীয়দের। পুলিশ খতিয়ে দেখছে, এটি নিছকই দুর্ঘটনা নাকি লুকিয়ে রয়েছে অন্য কোনও কারণ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News : 'সর্বনাশের মাথায় পা'! ব*ন্দুক পরিস্কার করতে গিয়ে হল চরম বিপদ, গু*লি গিয়ে লাগল নিজের বুকেই
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement