Infant Kidnapping : সদ্যজাতকে তুলে নিয়ে যাচ্ছিল মদ্যপ দুই মহিলা, তুমুল হইচই হাসপাতালে! নার্সদের চিৎকারেই ভেস্তে গেল গোটা পরিকল্পনা
- Reported by:SUSMITA GOSWAMI
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Infant Kidnapping : নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে দুই মদ্যপ মহিলার হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে থেকে সদ্যজাতকে চুরির চেষ্টা। পালানোর সময় নজরে এল নার্সদের।
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী : বালুরঘাট জেলা হাসপাতাল থেকে এক সদ্যোজাত শিশুকে চুরি করে পালিয়ে যাওয়ার সময় ধরা পরল দুই মদ্যপ মহিলা। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে ওই বাচ্চা চুরির ঘটনা সামনে এসেছে। তবে পালানোর সময় ওয়ার্ডের নার্সদের চোখে বিষয়টি পড়ার সঙ্গে সঙ্গেই তাদের আটকে দেওয়া হয়। এই ঘটনার পরেই পুরো হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে।
বিষয়টি জানাজানি হতেই অন্যান্য রোগীর পরিজনরা এ নিয়ে প্রবলভাবে ক্ষুব্ধ হয়ে পড়লে হাসপাতালে নিরাপত্তারক্ষীরা তাঁদের ক্যাম্পাস থেকে বের করে দেয় বলে অভিযোগ। জানা গিয়েছে, নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে এদিন দুই মহিলা মদ্যপ অবস্থায় ঢুকে পড়েন বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে। সেখানে ঢুকে একটি সদ্যজাত শিশুকে চুরি করা পালানোর চেষ্টা করে দুই মহিলা। বিষয়টি নজরে আসতেই দুই মহিলাকে হাতেনাতে ধরে ফেলেন ওয়ার্ডের কর্তব্যরত নার্সেরা।
advertisement
আরও পড়ুন : সবাই যখন আনন্দে, তখন ওটিতে চলছিল লড়াই ! জীবন-মৃ*ত্যুর খেলায় জয় ডাক্তারদের! কীভাবে সম্ভব হল জানুন
তাদের কাছে থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ বাহিনী। পরে বালুরঘাট থানার পুলিশ ওই দুজন মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে। তবে, তাঁরা দুজনেই অসংলগ্ন কথাবার্তা বলছিলেন বলে খবর। তাদের কোলে আরও একটি শিশু ছিল। তবে সেই বাচ্চাটি কাদের, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও এদিন ঠিক কি হয়েছিল তাও খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে এখন পর্যন্ত এনিয়ে জেলা হাসপাতালের কাছে কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই হাসপাতালে তরফে জানানো হয়েছে। এদিকে এই ঘটনার পর হাসপাতালে নিরাপত্তা বাড়ানো হয়েছে। খোদ হাসপাতাল সুপার নিজেই বিভিন্ন ওয়ার্ডে ফোন করে সতর্ক করেছেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তারক্ষীদের নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে পুলিশ ধৃত দুজনের নাম পরিচয় জানার চেষ্টা করছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Dakshin Dinajpur,West Bengal
First Published :
Oct 09, 2025 6:48 PM IST






