বাবার দ্বিতীয় বিয়ে, তারপরেই নৃশংস রূপে ছেলে! রক্তে ভাসল ঘর, আঁতকে উঠল জিরাট

Last Updated:

West Bengal News: হাতে ধারালো ছুরি নিয়ে বাবা ও মায়ের শরীরে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। চিৎকারের আওয়াজ শুনে লোকজন এলে পালিয়ে যায় ছেলে।

ফাইল ছবি
ফাইল ছবি
#জিরাট: ছুরি দিয়ে এলোপাথাড়ি আক্রমণ। ছেলের হাতে খুন বাবা। আশঙ্কাজনক অবস্থায় সৎ মা ভর্তি হাসপাতালে। গ্রেফতার অভিযুক্ত ছেলে। পারিবারিক বিবাদের জেরে খুন। ঘটনা জিরাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। ব্যবসায়ী রামকৃষ্ণ সাহার বাড়িতেই চলতি মাসের ১ তারিখ ভাড়া আসে চন্দকান্ত সাহা ও স্ত্রী অঞ্জনা সাহা। বাবার দ্বিতীয় স্ত্রী'কে মা হিসেবে মেনে নিতে পারেনি অভিযুক্ত ছেলে নীলকান্ত সাহা। মঙ্গলবার রাত দশটার সময় আভিযুক্ত ছেলে নীলকান্ত আচমকাই বাড়িতে এসে চড়াও হয় বাবা ও সৎ মা-এর উপর।
হাতে ধারালো ছুরি নিয়ে বাবা ও মায়ের শরীরে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। চিৎকারের আওয়াজ শুনে লোকজন এলে পালিয়ে যায় ছেলে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চন্দ্রকান্ত সাহা (বয়স ৬৫)-কে আহম্মদপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। স্ত্রী অঞ্জনা সাহাকে ডাক্তার শ্বাসনালী থেকে পাইপের মাধ্যমে কৃত্রিম ভাবে নিশ্বাসের ব্যবস্থা করে। পরে চুঁচুড়া সদর হাসপাতালে রেফার করা হয়।
advertisement
advertisement
বাড়ির মালিক রামকৃষ্ণ সাহা জানান, ''আমার মোবাইলের ব্যবসা।রাতে দোকান বন্ধ করে ঘরে যাওয়ার সময় অশান্তি হতে দেখি।নিমিষের মধ্যেই এই ঘটনা।আমরা বিশ্বাস করতে পারছিনা এমন ঘটনা ঘটতে পারে। হাসপাতাল সূত্রে জানা গেছে দশটার পর দুজন আহত ব্যক্তিকে ক্ষতবিক্ষত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়। প্রথম ব্যক্তি চন্দ্রকান্ত সহা কিছুক্ষণ বেঁচে থাকলেও পরে তাকে মৃত বলে ঘোষণা করি। তার স্ত্রীর অবস্থা গুরুতর। ছুরি চালানোর ফলে শ্বাসনালী কেটে গেছে। কৃত্রিম ব্যবস্থা করে রেফার করা হয়েছে।''
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাবার দ্বিতীয় বিয়ে মানতে পারেনি ছেলে। তার ফলেই এই ঘটনা। ধৃত নীলকান্ত সাহাকে বলাগড় স্টেশন থেকে গ্রেফতার করে বলাগড় থানার পুলিশ।
---সৈকত বিশ্বাস
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাবার দ্বিতীয় বিয়ে, তারপরেই নৃশংস রূপে ছেলে! রক্তে ভাসল ঘর, আঁতকে উঠল জিরাট
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement