Anubrata Mondal: শক্তিগড়ে থামল কনভয়, আদালতের পথে মুড়ি-চায়ে প্রাতঃরাশ সারলেন অনুব্রত

Last Updated:

মুড়ি বরাবরই অনুব্রতর প্রিয় খাবার৷ সিবিআই হেফাজতে থাকাকালীনও বাড়ি থেকে নিয়ে আসা মুড়ি খেয়েছেন অনুব্রত৷

অনুব্রত মণ্ডল৷
অনুব্রত মণ্ডল৷
#সৌরভ তিওয়ারি, শক্তিগড়: সকালে নিজাম প্যালেস থেকে বেরনোর সময়ই খোশমেজাজে ছিলেন তিনি৷ আসানসোলের আদালতে নিয়ে যাওয়ার পথে শক্তিগড়ে দাঁড়িয়ে প্রাতঃরাশও সারলেন গরু পাচার কাণ্ডে ধৃত তৃণমূল নেতা৷ অনুব্রতকে জাতীয় সড়কের ধারে একটি রেস্তোরাঁয় নিয়ে ঢোকেন সিবিআই কর্তারা৷
সূত্রের খবর, সেখানেই মুড়ি এবং চা খান অনুব্রত৷ শক্তিগড় ল্যাংচার জন্য বিখ্যাত৷ অনুব্রতকে নিয়ে সিবিআই কর্তারা যে রেস্তোরাঁয় ঢোকেন তাঁর পাশে একাধিক ল্যাংচার দোকানও ছিল৷ যদিও গরু পাচার কাণ্ডে চাপে থাকা কেষ্ট মিষ্টিমুখ করেছেন কি না, তা অবশ্য স্পষ্ট নয়৷
অনুব্রতকে দেখতে কিছুক্ষণের মধ্যেই ওই রেস্তোরাঁর বাইরে ভিড় জমে যায়৷ অনুব্রত বেরনোর সময় তাঁকে লক্ষ্য করে অনেকে জয় বাংলা, খেলা হবে স্লোগানও দেন৷ তাঁদের উদ্দেশে পাল্টা হাত নাড়েন তৃণমূল নেতা৷
advertisement
advertisement
এ দিন সকাল প্রায় সাড়ে সাতটার সময় অনুব্রতকে নিয়ে আসানসোলের উদ্দেশ্যে রওনা দেয় সিবিআই৷ সম্ভবত অত সকালে প্রাতঃরাশ করতে পারেননি অনুব্রত৷ তাই মাঝপথেই তাঁর প্রাতঃরাশের ব্যবস্থা করেন সিবিআই আধিকারিকরা৷
১৪ দিনের সিবিআই হেফাজত শেষ হওয়ার পর আজই অনুব্রত মণ্ডলকে ফের আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হবে৷ সকালে অবশ্য নিজাম প্যালেস থেকে বেরনোর সময় খোশমেজাজেই ছিলেন তিনি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুব্রত বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, অনেক৷' অনুব্রত নিজেই জানান, আগের তুলনায় তাঁর শরীর অনেক ভাল আছে৷
advertisement
মুড়ি বরাবরই অনুব্রতর প্রিয় খাবার৷ সিবিআই হেফাজতে থাকাকালীনও বাড়ি থেকে নিয়ে আসা মুড়ি খেয়েছেন অনুব্রত৷ তাছাড়া শারীরিক সমস্যার জন্য তাঁর খাওয়া দাওয়ার উপরে নিষেধাজ্ঞাও রয়েছে৷
এ দিন সকাল থেকেই অবশ্য আদালতে যাওয়ার পথে অনেক আত্মবিশ্বাসী লেগেছে অনুব্রত মণ্ডলকে৷ আসানসোলে যাওয়ার পথে যানজটে গাড়ি আটকে যাওয়ায় অনুব্রতকে প্রশ্ন করেব সাংবাদিকরা৷ তখন হাসি মুখেই তাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিেত দেখা যায়৷ সকাল সাড়ে দশটার কিছু আগে অনুব্রতকে নিয়ে শক্তিগড়ের রেস্তোরাঁয় ঢোকেন সিবিআই কর্তারা৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: শক্তিগড়ে থামল কনভয়, আদালতের পথে মুড়ি-চায়ে প্রাতঃরাশ সারলেন অনুব্রত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement