নজরে অনুব্রতর 'শরীর', গাড়িতে বড় চমক! সিবিআই-এর বিশেষ 'ব্যবস্থা' নিয়ে শোরগোল

Last Updated:

Cow Smuggling Case: গত ১১ অগাস্ট বোলপুরে নিজের বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। এরপরই আসানসোলের ইএসএল গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে।

অনুব্রতর জন্য বিশেষ ব্যবস্থা
অনুব্রতর জন্য বিশেষ ব্যবস্থা
#শক্তিগড়: এবার শিরোনামে অনুব্রত মণ্ডল। বুধবার সকালে নিজাম প্যালেস থেকে অনুব্রতকে আসানসোল আদালতে নিয়ে যায় সিবিআই। সেই সময় কিন্তু খোশমেজাজেই ছিলেন তিনি৷ আসানসোলের আদালতে নিয়ে যাওয়ার পথে শক্তিগড়ে দাঁড়িয়ে প্রাতঃরাশও সারলেন গরু পাচার কাণ্ডে ধৃত তৃণমূল নেতা৷ অনুব্রতকে জাতীয় সড়কের ধারে একটি রেস্তোরাঁয় নিয়ে ঢোকেন সিবিআই কর্তারা৷ এদিকে, অনুব্রতের নিরাপত্তা নিয়েও বিশেষ উদ্যোগ নিচ্ছে সিবিআই। বাড়ছে তাঁকে নিয়ে যাতায়াতের গাড়ির বহরও। এর পিছনে নিরাপত্তার কারণ যেমন রয়েছে, তেমনই রয়েছে অনুব্রতের অসুস্থতা। এমনটাই খবর সিবিআই সূত্রে।
প্রসঙ্গত, গত ১১ অগাস্ট বোলপুরে নিজের বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। এরপরই আসানসোলের ইএসএল গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। এরপর তাঁকে তোলা হয় আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে। কিন্তু তখন বা তারপরেও যে গাড়িতে অনুব্রতকে নিয়ে আসা বা যাওয়া হচ্ছিল, এদিন সেই বদলে যায়।
advertisement
advertisement
যদিও এই বদল লক্ষ্য করা গিয়েছিল আগেই। এর আগে ছ’টি গাড়ির কনভয় নিয়ে কুড়ি জন সিআরপিএফ জওয়ানকে সঙ্গে নেওয়া হয়েছিল। অনুব্রতকে নিয়ে যাওয়া হয়েছিল ইনোভা গাড়িতে চাপিয়ে। বুধবার অনুব্রতকে নিয়ে যাওয়া হয় আরও আরামদায়ক গাড়িতে। সঙ্গে নিরাপত্তায় প্রায় ৪০ জন সিআরপিএফ জওয়ান। সিবিআই সূত্রে খবর, পুরো বিষয়টিই অনুব্রতর স্বাস্থ্যের কথা মাথায় রেখেই করা হচ্ছে।
advertisement
১৪ দিনের সিবিআই হেফাজত শেষ হওয়ার পর আজই অনুব্রত মণ্ডলকে ফের আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হয়৷ সকালে অবশ্য নিজাম প্যালেস থেকে বেরনোর সময় খোশমেজাজেই ছিলেন তিনি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুব্রত বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, অনেক৷' অনুব্রত নিজেই জানান, আগের তুলনায় তাঁর শরীর অনেক ভাল আছে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
নজরে অনুব্রতর 'শরীর', গাড়িতে বড় চমক! সিবিআই-এর বিশেষ 'ব্যবস্থা' নিয়ে শোরগোল
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement