বিজেপির পথে সুবল? ত্রিপুরায় বড় ধাক্কা, সভাপতির পদ থেকে সরালো তৃণমূল

Last Updated:

Tripura tmc leader Subal Bhowmik likely to join bjp: বিজেপিতে যোগ দিতে চলেছেন ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিক। এই খবর প্রকাশ্যে আসার পরই বিবৃতি জারি করে সুবল ভৌমিককে ত্রিপুরার রাজ্য সভাপতির পদ থেকে সরালো তৃণমূল।

#আগরতলা: ত্রিপুরায় সংগঠন বিস্তারের লক্ষ্য নিয়ে এগোনোর মধ্যেই বড় ধাক্কা খেল তৃণমূল। সম্ভবত বিজেপিতে যোগ দিতে চলেছেন ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিক। এই খবর প্রকাশ্যে আসার পরই বিবৃতি জারি করে সুবল ভৌমিককে ত্রিপুরার রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল। আপাতত ত্রিপুরার দায়িত্ব সামলাবেন রাজীব বন্দ্যোপাধ্যায়  এবং সুস্মিতা দেব।
ত্রিপুরায় তৃণমূল নতুন করে সংগঠন বিস্তারের কাজ শুরু করার পর থেকেই সামনের সারিতে ছিলেন সুবল ভৌমিক। যদিও সাম্প্রতিক বিধানসভা উপনির্বাচনে ত্রিপুরায় তৃণমূলের ফল একেবারেই ভালো হয়নি।তারপর থেকেই সুবলের উপরে অসন্তুষ্ট ছিল দল। এর পর গত কয়েকদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন তিনি। দলের কোনও কাজও করছেন না। এর পরেই তার বিজেপি যোগের বিষয়টি সামনে আসে।
advertisement
আরও পড়ুন: শক্তিগড়ে থামল কনভয়, আদালতের পথে মুড়ি-চায়ে প্রাতঃরাশ সারলেন অনুব্রত
অতীতে এই সুবল ভৌমিকের উপরেই বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছিল। ত্রিপুরায় ক্ষমতা দখলের লক্ষ্য নিয়ে এগোচ্ছিল তৃণমূল। কিন্তু এখনও পর্যন্ত কোনও নির্বাচনেই সেভাবে সাফল্য পায়নি ঘাসফুল শিবির। ত্রিপুরার মানুষ হিসেবে রাজ্যে তৃণমূলের অন্যতম প্রধান মুখ ছিলেন সুবল ভৌমিক। শেষ পর্যন্ত তিনি বিজেপিতে যোগ দিলে তা তৃণমূলের কাছে বড় ধাক্কাই হবে।
advertisement
advertisement
যদিও পরের পর নির্বাচনে ব্যর্থ হলেও ত্রিপুরা নিয়ে হাল ছাড়তে নারাজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত ত্রিপুরায় তৃণমূল লড়াই চালিয়ে যাবে বলে দাবি অভিষেকের। সুবল ভৌমিকের জায়গায় ত্রিপুরায় কাকে তৃণমূল দায়িত্ব দেয়, সেটাই এখন দেখার।
Abir Ghosal
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিজেপির পথে সুবল? ত্রিপুরায় বড় ধাক্কা, সভাপতির পদ থেকে সরালো তৃণমূল
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement