২৪ ঘণ্টার মধ্যে সাজানো ট্রেন থেকে গায়েব বেসিনের কল, দামী যন্ত্রাংশ থেকে ডাস্টবিনও
Last Updated:
#আসানসোল: যাত্রী স্বাচ্ছন্দ্যে গুরুত্ব দিয়ে ট্রেন সাজিয়েছিল রেল। রাজধানী, শতাব্দী এক্সপ্রেসের মত প্রিমিয়াম হয়েছিল শৌচাগার। কিন্তু চব্বিশ ঘণ্টার মধ্যে কারা যেন খুলে নিয়ে গিয়েছে স্টিলের কল। তুলে নিয়ে গিয়েছে ডাস্টবিনও। আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেসে এ ধরনের ঘটনায় ক্ষুব্ধ রেল।
আরও পড়ুন
advertisement
আসানসোল থেকে শিয়ালদহ গেল ইন্টারসিটি এক্সপ্রেস। কিন্তু যেমনভাবে গিয়েছিল, চব্বিশ ঘণ্টার মধ্যে ঠিক তেমনভাবে ফিরল কি? ফেরার পর দেখা গেল,
- সাজানো ট্রেনের শৌচাগার থেকে উধাও স্টিলের কল , বাধ্য হয়ে রাতারাতি প্লাস্টিকের কল লাগিয়েছে রেল
advertisement
- গায়েব দামী যন্ত্রাংশও
- এমনকী একাধিক ডাস্টবিনের মধ্যে অর্ধেকই হাওয়া।
বেহাল শৌচাগার, পাখা ঘোরে না, আলো জ্বলে না। আসানসোল শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেস নিয়ে যাত্রীদের অভিযোগ ছিল, ন্যূনতম পরিষেবাও মেলে না।
যাত্রী স্বাচ্ছন্দ্যে গুরুত্ব দিয়ে পরিষেবায় বিঘ্ন না ঘটিয়েই দু’মাস ধরে ট্রেন সাজায় পূর্ব রেলের আসানসোল ডিভিশন। প্রিমিয়াম ট্রেনের মত আধুনিক শৌচাগার, স্টিলের কল, প্রতি কামরায় ডাস্টবিন বসানো হয়। আসানসোল রেল ডিভিশনের পুরনো ছবি দিয়ে সাজানো হয় কামরা। সোমবারই সাজানো ট্রেনের উদ্বোধন করেন আসানসোল ডিভিশনের ডিআরএম প্রশান্তকুমার মিশ্র। রাতে শিয়ালদহ থেকে ফেরত আসতেই দেখা যায় ট্রেনের এই হাল। ঘটনার সমালোচনা করেছেন যাত্রীরাও। ট্রেনে সিসি ক্যামেরা বসানোর দাবি উঠেছে।
advertisement
আরও পড়ুন
স্বাভাবিকভাবেই এই ঘটনায় ক্ষুব্ধ রেল। শিয়ালদহ রেল ইয়ার্ডের মধ্যে না অন্য কোথাও চুরি গিয়েছে যন্ত্রাংশ? খতিয়ে দেখছে রেল। তবে যাত্রীদের একাংশের সচেতনতা নিয়েই প্রশ্ন থেকেই যাচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 04, 2018 12:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২৪ ঘণ্টার মধ্যে সাজানো ট্রেন থেকে গায়েব বেসিনের কল, দামী যন্ত্রাংশ থেকে ডাস্টবিনও


