Snake: পশ্চিমবঙ্গের ক্ষেতে এ কোন সাপ! সর্বনাশ! দেখেই দৌড়ে পালাচ্ছে মানুষ, মাথায় হাত সকলের
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Snake: ক্ষেতের মধ্যে বিশাল আকৃতির এ কোন সাপ শুয়ে? বনকর্মীরা এসে হতবাক! এত বড় সাপ?
পুরুলিয়া: বিশাল আকৃতির অজগর উদ্ধার ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ায়। এত বড় অজগর দেখে রীতিমতো হকচকিয়ে গেছেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর থানার অন্তর্গত নামসোল গ্রামে।
গ্রামের বাসিন্দারা হঠাৎই দেখতে পান চাষের ক্ষেতের মধ্যে এটি বিশাল আকারের অজগর সাপ পড়ে রয়েছে। ভয় ভীত হয়ে যান গ্রামবাসীরা। তৎক্ষণাৎ তাঁরা খবর দেন বলরামপুর বন দফতরে। খবর পাওয়ার পর বনকর্মীরা হাজির হন ওই গ্রামে সাপটিকে উদ্ধার করতে। বনকর্মীদের প্রচেষ্টায় উদ্ধার হয় বিশালাকার অজগর সাপটি। উদ্ধার করে অজগর সাপটিকে নিয়ে যান বনকর্মীরা।
advertisement
আরও পড়ুন: চিয়া সিডস খেয়ে ওজন কমে? একদমই না, কারণ ঠিক সময়ে খেতে হবে! জানুন ডাক্তারের পরামর্শ
বন দফতর সূত্রে জানা গিয়েছে , শনিবার হঠাৎই তাঁদের কাছে খবর আসে বলরামপুর নামসোল গ্রামে চাষের ক্ষেতের মধ্যে গড়াগড়ি খাচ্ছে একটি বিশাল আকৃতির অজগর সাপ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা সেখানে ছুটে যান। গিয়ে দেখেন বিশাল আকারের অজগর সাপটি খেতের মধ্যেই পড়ে রয়েছে। তাঁরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।
advertisement
advertisement
আরও পড়ুন: শীতকাল মানেই কমলালেবু, এই ফলের সবচেয়ে উপকার কীসে জানেন? হেলায় হারাবেন না!
বিশালাকার অজগরটির ওজন প্রায় ১৮ কেজি এবং দৈর্ঘ্য ৯ ফুট। অজগরটি উদ্ধার করে বলরামপুর বন দফতরে রাখার পর তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তারপর তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বনাঞ্চলে ঘেরা জঙ্গলমহল পুরুলিয়া। প্রায়শই বন্য জীবজন্তু লোকালয়ে চলে আসে।
advertisement
অন্যান্য মরশুমের তুলনায় শীতের বেশিরভাগ দিনে অজগর সাপ বেরিয়ে আসে লোকালয়ে। তবে এই দিন এত বড় আকৃতির অজগর দেখে ভয় ভীত হয়ে গিয়েছিল গ্রামবাসীরা। যদিও বন দফতরের তৎপরতায় উদ্ধার করা অজগরটিকে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 01, 2024 2:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Snake: পশ্চিমবঙ্গের ক্ষেতে এ কোন সাপ! সর্বনাশ! দেখেই দৌড়ে পালাচ্ছে মানুষ, মাথায় হাত সকলের