Crime: কখনও কচ্ছপ, কখনও টিয়া! বারবার পাচারপথের যেন করিডর হয়ে গেছে এই এলাকা

Last Updated:

Crime: একের পর এক উদ্ধারের ঘটনায় বন দফতর মনে করছে, বর্ধমান এই সব প্রাণী পাচারের করিডর হয়ে উঠেছে।

পাচারপথের যেন করিডর হয়ে গেছে এই এলাকা
পাচারপথের যেন করিডর হয়ে গেছে এই এলাকা
বর্ধমান: বর্ধমানকে করিডর হিসেবে ব্যবহার করছে বন্যপ্রাণী পাচারকারীরা। এমনটাই মনে করছে বন দফতর। বার বার বর্ধমান স্টেশন ও তার আশপাশে এলাকায় কখনও ট্রেন, কখনও প্ল্যাটফর্ম থেকে প্রচুর কচ্ছপ উদ্ধার হয়েছে। পাচারের সময় উদ্ধার হয়েছে সজারু। ট্রেনের কামরায় মিলেছে প্রচুর টিয়াপাখি। সেগুলি মুখ বেঁধে পাচার করা হচ্ছিল।
একের পর এক উদ্ধারের ঘটনায় বন দফতর মনে করছে, বর্ধমান এই সব প্রাণী পাচারের করিডর হয়ে উঠেছে। চোরা পথে ভিন রাজ্যে কচ্ছপ-সহ অন্যান্য বন্য প্রাণি পাচারের করিডোর হয়ে উঠেছে বর্ধমান। বর্ধমান স্টেশনে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে কচ্ছপ, টিয়া পাখি -সহ নানান বন্যপ্রাণী উদ্ধার করেছে রেল পুলিশ। শনিবার তালিত রেলগেট এলাকা থেকে বিপুল পরিমাণ কচ্ছপ উদ্ধারের ঘটনা ঘটেছে। কৌশল বদল করে পিঠ ব্যাগে সেসব কচ্ছপ পাচারের মতলব করা হচ্ছিল।
advertisement
বর্ধমান পর্যন্ত রেলপথে এসে সড়কপথে সেই সব কচ্ছপ পাচারের পরিকল্পনা নেওয়া হয়েছিল।  যে গাড়ি করে কচ্ছপ গুলি পাচার করা হচ্ছিল সেটি আটক করা হয়েছে।
advertisement
গাড়িটি দক্ষিণ ২৪ পরগনা বনগাঁ এলাকার বলে জানা গিয়েছে। মালিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় বন্যপ্রাণি সংরক্ষণ আইন ও অবৈধভাবে পাচারের মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া ৫৫০টি কচ্ছপ বন দফতরকে দেওয়া হয়েছে।
advertisement
খাবারের উদ্দেশেই কচ্ছপ গুলি পাচার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। বর্ধমানের এডিএফও সোমনাথ চৌধুরী জানান, অধিকাংশ সময়ই দেখা যায় দেশীয় প্রজাতির কচ্ছপ গুলি পাচার করা হয়ে থাকে। কচ্ছপের মাংস খাদ্য হিসেবে বিক্রি করার জন্যই এইগুলি পাচার করা হয়। বন্যপ্রাণ সংরক্ষণ আইনে যা সম্পুর্ন নিষিদ্ধ। উদ্ধার হওয়া কচ্ছপ গুলি বন দফতরের রামনাবাগান পার্কে রাখা হয়েছে।
advertisement
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিন রাজ্য থেকে বন্যপ্রাণ পাচার করার জন্য দুষ্কৃতীরা বর্ধমান স্টেশনকেই ব্যবহার করছে। তাই রেল পুলিশের পক্ষ থেকে এই শাখার স্টেশনগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। বাইরে রাজ্য থেকে আসা ট্রেন গুলিতে বাড়তি তল্লাশি চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime: কখনও কচ্ছপ, কখনও টিয়া! বারবার পাচারপথের যেন করিডর হয়ে গেছে এই এলাকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement