দু'মাস না হতেই হঠাৎ জ্বলে উঠল আগুন, পুড়ে ছাই 'স্মার্ট মিটার'...! অল্পের জন্য রক্ষা পেল বাড়ি

Last Updated:

Smart Meter: স্মার্ট মিটার লাগানো হয়েছে মাত্র দুই মাস! আর এরই মধ্যে সকালে হঠাৎ জ্বলে উঠল আগুন। মিটার পুড়ে বের হতে থাকে ধোঁয়া

বিদ্যুতের মিটার
বিদ্যুতের মিটার
নদিয়া: মাত্র দু মাসের মধ্যেই হঠাৎ পুড়ে গেল স্মার্ট মিটার! বিরক্ত হয়ে গ্রাহকের দাবি, “আগের চাকা ঘোরা পুরনো মিটারই ভাল ছিল। স্মার্ট মিটার লাগানো হয়েছে মাত্র দুই মাস! আর এরই মধ্যে সকালে হঠাৎ জ্বলে উঠল আগুন। মিটার পুড়ে গিয়ে আচমকা বের হতে থাকে ধোঁয়া। একটু অসতর্ক থাকলেই হয়তো সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যেত গোটা বাড়ি। ভাড়াটে দ্রুত বিষয়টি দেখার কারণে সঙ্গেে সঙ্গে মেন সুইচ অফ করে দেওয়াতে রক্ষা পায় বড়সড় ধরনের বিপদ!
দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর শহরের বাইগাছি সেনপাড়ায়। সেখানকার বাসিন্দা স্বপন দত্তের বাড়িতে ভাড়া থাকেন যাদব দেবনাথ তিনি বিষয়টি প্রথম দেখেন। অন্যদিকে বাড়ির মালিক স্বপন দত্ত আক্ষেপ প্রকাশ করে বলেন বিষয়টি ইলেকট্রিক সাপ্লাইকে জানানো হয়েছে সঙ্গে সঙ্গেই।
advertisement
advertisement
তিনি মনে করছেন আগের চাকা লাগানো মিটার পরিবর্তিত হয়ে কি স্মার্ট হল তা বুঝতে পারছেন না আগে তো কখনও এমন ঘটনা শোনেননি তিনি। যেখানে স্মার্টনেসের কথা বলা হচ্ছে সেখানে একই বিদ্যুৎ ব্যবহার হওয়া সত্ত্বেও বিল আসছে বেশি আবার পুড়েও গেল এদিন। এর থেকে আগের চাকা লাগানো পুরনো মিটারই ভালছিল বলে দাবি তাঁর।
advertisement
উল্লেখ্য, রাজ্যজুড়েই প্রতিবাদ চলছে স্মার্ট মিটারের বিরুদ্ধে। অনেকেরই দাবি এই আধুনিক স্মার্ট মিটারে বিদ্যুতের বিল বেশি খরচ হচ্ছে। এই মিটারগুলি প্রিপেড পরিষেবা দেওয়াতে অনেকেই অভিযোগ জানান রিচার্জ করার কিছু সময়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে সম্পূর্ণ রিচার্জ ফলে অধিক পরিমাণে অর্থ খরচ করতে হচ্ছে সাধারণ বিদ্যুৎ ব্যবহার করতে। যদিও বর্তমানে মুখ্যমন্ত্রীর নির্দেশে স্মার্ট মিটার লাগানো বন্ধ করা হয়েছে যার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দু'মাস না হতেই হঠাৎ জ্বলে উঠল আগুন, পুড়ে ছাই 'স্মার্ট মিটার'...! অল্পের জন্য রক্ষা পেল বাড়ি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement