'আশেপাশে TTE নেই তো...?' আচমকা যা করে বসলেন 'লোকটি', ১২ সেকেন্ডের ভিডিও দেখতেই ঘাম ছুটল রেলের!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: এতো নজরদারির পরেও এমন এমন ঘটনা ঘটে যায় ট্রেনে যে আঁতকে উঠতে হয়। সম্প্রতি এমনই এক ভিডিও প্রকাশ্যে আসে যা দেখে মুখ হা হয়ে যাবে আপনারও। ইতিমধ্যেই শোরগোল ফেলা এই ভিডিওতে ঠিক কী দেখা গেল জানেন? নিজের চোখকে বিশ্বাস হবে না আপনার!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কিন্তু পরমুহূর্তেই ভিডিওতে যে দৃশ্য দেখা গেল তা এককথায় অবিশ্বাস্য। নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না আপনি। লোকটা হঠাৎ ট্রেন থেকে নেমে পড়ল। প্রতিবন্ধী হাওয়ায় কিছুটা কষ্ট করেই ট্রেন থেকে নামলেন যুবক। কিন্তু দু'পা এগোতেই ডানদিক, বাঁ দিক দেখেই যা করে বসলেন তা না দেখলে বিশ্বাস হবে না। Representative Image
advertisement
advertisement
advertisement
advertisement
এই ক্লিপটি ইন্টারনেটে শেয়ার হওয়ার পর থেকে, লোকেরা মন্তব্য বিভাগে লোকটির এই কাজের তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছে। জেনে রাখা ভাল যে প্রতিবন্ধী কোচে ভ্রমণ আইনত দণ্ডনীয়। রেলের বিএনএস ধারা ২৮৫ (২) অনুসারে, প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তৈরি কোচে অননুমোদিত ভ্রমণের জন্য ৫০০ টাকা পর্যন্ত জরিমানা বা ১ মাসের কারাদণ্ড বা উভয় দণ্ডই হতে পারে। Representative Image
advertisement
@priyarajputlive X-এ এই ভিডিওটি পোস্ট করে ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন - "প্রতিবন্ধী বলে ভান করে ট্রেনে বিনামূল্যে ভ্রমণ করছে এই ব্যক্তি এবং তারপর সুযোগ বুঝে সতর্ক হয়ে নেমে যাচ্ছে। ড্রামাবাজের এ এক অসাধারণ নিদর্শন!" এখনও পর্যন্ত এই ভিডিওটি ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি ভিউ পেয়েছে। প্রায় ৭৫০ জন ব্যবহারকারী এটি পছন্দ করেছেন। একই সঙ্গে, পোস্টটিতে ২৫ টিরও বেশি মন্তব্যও এসেছে। Representive Image
advertisement
প্রতিবন্ধী কোচ থেকে লোকটি যেভাবে নেমে গেল, তাতে কমেন্ট সেকশনে ব্যবহারকারীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন - "এত সৎ মানুষ কোথা থেকে আসে?" আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেন, "এই ধরণের নমুনা প্রতিবন্ধীদেরও সন্দেহের মুখে ফেলে।" তৃতীয় ব্যবহারকারী লিখেছেন, "এই ভুয়ো প্রতিবন্ধী ব্যক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করা উচিত এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত যাতে সে প্রতিবন্ধীদের নামে প্রতারণা বন্ধ করে।"
advertisement