'আশেপাশে TTE নেই তো...?' আচমকা যা করে বসলেন 'লোকটি', ১২ সেকেন্ডের ভিডিও দেখতেই ঘাম ছুটল রেলের!

Last Updated:
Indian Railways: এতো নজরদারির পরেও এমন এমন ঘটনা ঘটে যায় ট্রেনে যে আঁতকে উঠতে হয়। সম্প্রতি এমনই এক ভিডিও প্রকাশ্যে আসে যা দেখে মুখ হা হয়ে যাবে আপনারও। ইতিমধ্যেই শোরগোল ফেলা এই ভিডিওতে ঠিক কী দেখা গেল জানেন? নিজের চোখকে বিশ্বাস হবে না আপনার!
1/16
ট্রেন ভারতে সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম। আর এই ট্রেনে এমন এমন ঘটনা মাঝে মাঝে ঘটে যায় যা তাজ্জব করে দেয় আমাদের। ট্রেনের যাত্রীদের নিরাপত্তার দিকে যেমন সবসময় নজর ভারতীয় রেলের ঠিক তেমনই আবার বিনা টিকিটের যাত্রী নিয়ে রয়েছে কড়াকড়ি।
ট্রেন ভারতে সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম। আর এই ট্রেনে এমন এমন ঘটনা মাঝে মাঝে ঘটে যায় যা তাজ্জব করে দেয় আমাদের। ট্রেনের যাত্রীদের নিরাপত্তার দিকে যেমন সবসময় নজর ভারতীয় রেলের ঠিক তেমনই আবার বিনা টিকিটের যাত্রী নিয়ে রয়েছে কড়াকড়ি।
advertisement
2/16
প্রতিনিয়ত টিটি বা টিটিই থেকে শুরু করে জিআরপি ও আরপিএফ খেয়াল রাখে বিনা টিকিটের ভ্রমণ নিয়ন্ত্রণের পাশাপাশি কোনও রকম অপরাধমূলক কাজ হচ্ছে কিনা সেদিকে। কারণ প্রতিদিন ট্রেন থেকে স্টেশনে এতো মানুষের ভিড় হয় যে সেই ভিড়ে অসাধু ব্যক্তিরা সহজেই করে ফেলতে পারে অসাধু কাজ। Representative Image 
প্রতিনিয়ত টিটি বা টিটিই থেকে শুরু করে জিআরপি ও আরপিএফ খেয়াল রাখে বিনা টিকিটের ভ্রমণ নিয়ন্ত্রণের পাশাপাশি কোনও রকম অপরাধমূলক কাজ হচ্ছে কিনা সেদিকে। কারণ প্রতিদিন ট্রেন থেকে স্টেশনে এতো মানুষের ভিড় হয় যে সেই ভিড়ে অসাধু ব্যক্তিরা সহজেই করে ফেলতে পারে অসাধু কাজ। Representative Image
advertisement
3/16
কিন্তু এতো নজরদারির পরেও এমন এমন ঘটনা ঘটে যায় ট্রেনে যে আঁতকে উঠতে হয়। সম্প্রতি এমনই এক ভিডিও প্রকাশ্যে আসে যা দেখে মুখ হা হয়ে যাবে আপনারও। ইতিমধ্যেই শোরগোল ফেলা এই ভিডিওতে ঠিক কী দেখা গেল জানেন? নিজের চোখকে বিশ্বাস হবে না আপনার! Representative Image 
কিন্তু এতো নজরদারির পরেও এমন এমন ঘটনা ঘটে যায় ট্রেনে যে আঁতকে উঠতে হয়। সম্প্রতি এমনই এক ভিডিও প্রকাশ্যে আসে যা দেখে মুখ হা হয়ে যাবে আপনারও। ইতিমধ্যেই শোরগোল ফেলা এই ভিডিওতে ঠিক কী দেখা গেল জানেন? নিজের চোখকে বিশ্বাস হবে না আপনার! Representative Image
advertisement
4/16
ট্রেনে টিকিট না কাটলে জরিমানা হতে পারে একথা প্রায় সকলেই জানেন। ভারতীয় রেলের কড়া এই নিয়মে প্রতিদিন হাজার হাজার মানুষ সারা দেশে বিনা টিকিটে ভ্রমণের জন্য ধরা পড়েন।
ট্রেনে টিকিট না কাটলে জরিমানা হতে পারে একথা প্রায় সকলেই জানেন। ভারতীয় রেলের কড়া এই নিয়মে প্রতিদিন হাজার হাজার মানুষ সারা দেশে বিনা টিকিটে ভ্রমণের জন্য ধরা পড়েন।
advertisement
5/16
এতো নিয়মের বিধিনিষেধ সত্ত্বেও কিছুতেই প্রায় কমানো যাচ্ছে না বিনা টিকিটের ভ্রমণের যাত্রীদের সংখ্যা। কারণ টিটি বা টিকিট পরীক্ষকের চোখে ধুলো দিতে যাত্রীদের একাংশ প্রতিদিনই প্রায় বের করছে নতুন নতুন আইডিয়া।
এতো নিয়মের বিধিনিষেধ সত্ত্বেও কিছুতেই প্রায় কমানো যাচ্ছে না বিনা টিকিটের ভ্রমণের যাত্রীদের সংখ্যা। কারণ টিটি বা টিকিট পরীক্ষকের চোখে ধুলো দিতে যাত্রীদের একাংশ প্রতিদিনই প্রায় বের করছে নতুন নতুন আইডিয়া।
advertisement
6/16
এবার টিকিট পরীক্ষকের হাত থেকে বাঁচতে এ কী করে বসলেন এই যাত্রী? আপনার নিজের চোখকে বিশ্বাস হবে না দেখলে। এককথায় বিনা টিকিটের কোপ এড়াতে গিয়ে এই ব্যক্তি এমন কিছু করে বসল যা পিলে চমকে দেবে আপনারও! জানেন, টিটিই-র ভয়ে ঠিক কী করে বসেছিলেন ওই ব্যক্তি?
এবার টিকিট পরীক্ষকের হাত থেকে বাঁচতে এ কী করে বসলেন এই যাত্রী? আপনার নিজের চোখকে বিশ্বাস হবে না দেখলে। এককথায় বিনা টিকিটের কোপ এড়াতে গিয়ে এই ব্যক্তি এমন কিছু করে বসল যা পিলে চমকে দেবে আপনারও! জানেন, টিটিই-র ভয়ে ঠিক কী করে বসেছিলেন ওই ব্যক্তি?
advertisement
7/16
১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেন। সামনেই প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট কামরা। আর ট্রেনের সেই প্রতিবন্ধী কোচের গেটে বসে আছেন এক ব্যক্তি। দেখে মনে হচ্ছে সোজা হয়ে দাঁড়াতে পারেন না বলে বসে বসেই চলাফেরা করেন তিনি। Representative Image
১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেন। সামনেই প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট কামরা। আর ট্রেনের সেই প্রতিবন্ধী কোচের গেটে বসে আছেন এক ব্যক্তি। দেখে মনে হচ্ছে সোজা হয়ে দাঁড়াতে পারেন না বলে বসে বসেই চলাফেরা করেন তিনি। Representative Image
advertisement
8/16
কিন্তু পরমুহূর্তেই ভিডিওতে যে দৃশ্য দেখা গেল তা এককথায় অবিশ্বাস্য। নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না আপনি। লোকটা হঠাৎ ট্রেন থেকে নেমে পড়ল। প্রতিবন্ধী হাওয়ায় কিছুটা কষ্ট করেই ট্রেন থেকে নামলেন যুবক। কিন্তু দু'পা এগোতেই ডানদিক, বাঁ দিক দেখেই যা করে বসলেন তা না দেখলে বিশ্বাস হবে না।
কিন্তু পরমুহূর্তেই ভিডিওতে যে দৃশ্য দেখা গেল তা এককথায় অবিশ্বাস্য। নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না আপনি। লোকটা হঠাৎ ট্রেন থেকে নেমে পড়ল। প্রতিবন্ধী হাওয়ায় কিছুটা কষ্ট করেই ট্রেন থেকে নামলেন যুবক। কিন্তু দু'পা এগোতেই ডানদিক, বাঁ দিক দেখেই যা করে বসলেন তা না দেখলে বিশ্বাস হবে না। Representative Image
advertisement
9/16
স্টেশন তখন বেশ ফাঁকা ফাঁকা। আবার টিটিই ও ছিল না আশেপাশে। ঠিক সেই সময়ই দু তিন পা এগিয়েই সোজা দাঁড়িয়ে পড়লেন যুবক। টান টান হয়ে দিব্যি গটগট করে হেঁটে ফাঁকা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেলেন তিনি। Image : X
স্টেশন তখন বেশ ফাঁকা ফাঁকা। আবার টিটিই ও ছিল না আশেপাশে। ঠিক সেই সময়ই দু তিন পা এগিয়েই সোজা দাঁড়িয়ে পড়লেন যুবক। টান টান হয়ে দিব্যি গটগট করে হেঁটে ফাঁকা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেলেন তিনি। Image : X
advertisement
10/16
দেখেই বোঝা যাচ্ছে আসলে ওই ব্যক্তির কোনও শারীরিক সমস্যাই নেই। এই সময়, যখন তিনি নিশ্চিত হন যে সেখানে কোনও টিটিই, জিআরপি বা রেল কর্মকর্তা উপস্থিত নেই, তখন তিনি তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে ঝটপট স্টেশনে এগিয়ে যান। আর তার সঙ্গে সঙ্গে ১২ সেকেন্ডের এই ভিডিওটি শেষ হয়। Image: X Handle
দেখেই বোঝা যাচ্ছে আসলে ওই ব্যক্তির কোনও শারীরিক সমস্যাই নেই। এই সময়, যখন তিনি নিশ্চিত হন যে সেখানে কোনও টিটিই, জিআরপি বা রেল কর্মকর্তা উপস্থিত নেই, তখন তিনি তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে ঝটপট স্টেশনে এগিয়ে যান। আর তার সঙ্গে সঙ্গে ১২ সেকেন্ডের এই ভিডিওটি শেষ হয়। Image: X Handle
advertisement
11/16
ট্রেনটি যখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল তখনই লোকটি এই কাণ্ড করে যা সকলের চোখের আড়ালে থাকলেও এক যাত্রীর চোখ এড়িয়ে যায়নি। আর তারই ক্যামেরায় তোলা ভিডিওতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে গোটা দেশে।
ট্রেনটি যখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল তখনই লোকটি এই কাণ্ড করে যা সকলের চোখের আড়ালে থাকলেও এক যাত্রীর চোখ এড়িয়ে যায়নি। আর তারই ক্যামেরায় তোলা ভিডিওতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে গোটা দেশে।
advertisement
12/16
এই ক্লিপটি ইন্টারনেটে শেয়ার হওয়ার পর থেকে, লোকেরা মন্তব্য বিভাগে লোকটির এই কাজের তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছে। জেনে রাখা ভাল যে প্রতিবন্ধী কোচে ভ্রমণ আইনত দণ্ডনীয়। রেলের বিএনএস ধারা ২৮৫ (২) অনুসারে, প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তৈরি কোচে অননুমোদিত ভ্রমণের জন্য ৫০০ টাকা পর্যন্ত জরিমানা বা ১ মাসের কারাদণ্ড বা উভয় দণ্ডই হতে পারে। Representative Image 
এই ক্লিপটি ইন্টারনেটে শেয়ার হওয়ার পর থেকে, লোকেরা মন্তব্য বিভাগে লোকটির এই কাজের তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছে। জেনে রাখা ভাল যে প্রতিবন্ধী কোচে ভ্রমণ আইনত দণ্ডনীয়। রেলের বিএনএস ধারা ২৮৫ (২) অনুসারে, প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তৈরি কোচে অননুমোদিত ভ্রমণের জন্য ৫০০ টাকা পর্যন্ত জরিমানা বা ১ মাসের কারাদণ্ড বা উভয় দণ্ডই হতে পারে। Representative Image
advertisement
13/16
@priyarajputlive X-এ এই ভিডিওটি পোস্ট করে ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন -
@priyarajputlive X-এ এই ভিডিওটি পোস্ট করে ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন - "প্রতিবন্ধী বলে ভান করে ট্রেনে বিনামূল্যে ভ্রমণ করছে এই ব্যক্তি এবং তারপর সুযোগ বুঝে সতর্ক হয়ে নেমে যাচ্ছে। ড্রামাবাজের এ এক অসাধারণ নিদর্শন!" এখনও পর্যন্ত এই ভিডিওটি ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি ভিউ পেয়েছে। প্রায় ৭৫০ জন ব্যবহারকারী এটি পছন্দ করেছেন। একই সঙ্গে, পোস্টটিতে ২৫ টিরও বেশি মন্তব্যও এসেছে। Representive Image
advertisement
14/16
প্রতিবন্ধী কোচ থেকে লোকটি যেভাবে নেমে গেল, তাতে কমেন্ট সেকশনে ব্যবহারকারীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন -
প্রতিবন্ধী কোচ থেকে লোকটি যেভাবে নেমে গেল, তাতে কমেন্ট সেকশনে ব্যবহারকারীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন - "এত সৎ মানুষ কোথা থেকে আসে?" আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেন, "এই ধরণের নমুনা প্রতিবন্ধীদেরও সন্দেহের মুখে ফেলে।" তৃতীয় ব্যবহারকারী লিখেছেন, "এই ভুয়ো প্রতিবন্ধী ব্যক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করা উচিত এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত যাতে সে প্রতিবন্ধীদের নামে প্রতারণা বন্ধ করে।"
advertisement
15/16
আমরা জানি ট্রেনে যেমন মহিলাদের জন্য বিশেষ কামরা থাকে ঠিক তেমনই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য থাকে আলাদা কোচ। আর এই কামরায় সাধারণ সুস্থ যাত্রীদের কিন্তু ওঠা বারণ। এই ধরণের কোচে প্রতিবন্ধী নন এমন ব্যক্তিরা সচরাচর উঠতে পারেন না কারণ সকলেই জানেন এই কোচে ভ্রমণ করা নিষিদ্ধ। Representative Image 
আমরা জানি ট্রেনে যেমন মহিলাদের জন্য বিশেষ কামরা থাকে ঠিক তেমনই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য থাকে আলাদা কোচ। আর এই কামরায় সাধারণ সুস্থ যাত্রীদের কিন্তু ওঠা বারণ। এই ধরণের কোচে প্রতিবন্ধী নন এমন ব্যক্তিরা সচরাচর উঠতে পারেন না কারণ সকলেই জানেন এই কোচে ভ্রমণ করা নিষিদ্ধ। Representative Image
advertisement
advertisement
advertisement