জলে জন্ম, জলেই বাঁচে, জলেই মৃত্যু...! এই মানুষরা কারা যারা 'স্থলে' পা রাখতেও ভয় পায়? চমকে যাবেন শুনলেই!

Last Updated:
Water Man: এই বিশ্বব্রহ্মাণ্ডের কতটুকুই বা আমরা জানি? আমরা শুধু আমাদের নিজেদের জীবনচর্যা আর আমাদের আশেপাশের জীব-জগৎ সম্পর্কে ততোটুকুই জানি যেটুকু আমরা স্বচক্ষে দেখতে পাই। কিন্তু তার বাইরেও রয়েছে এক বিপুল বিরাট পৃথিবী যা বিস্ময়ে আর চমকে পরিপূর্ণ! এমনই এক চমকপ্রদ তথ্য আজ শেয়ার করা যাক এই প্রতিবেদনে যা শুনলে আপনারও চোখ মাথায় উঠতে বাধ্য!
1/15
এই বিশ্বব্রহ্মাণ্ডের কতটুকুই বা আমরা জানি? আমরা শুধু আমাদের নিজেদের জীবনচর্যা আর আমাদের আশেপাশের জীব-জগৎ সম্পর্কে ততোটুকুই জানি যেটুকু আমরা স্বচক্ষে দেখতে পাই। কিন্তু তার বাইরেও রয়েছে এক বিপুল বিরাট পৃথিবী যা বিস্ময়ে আর চমকে পরিপূর্ণ! এমনই এক চমকপ্রদ তথ্য আজ শেয়ার করা যাক এই প্রতিবেদনে যা শুনলে আপনারও চোখ মাথায় উঠতে বাধ্য! 
এই বিশ্বব্রহ্মাণ্ডের কতটুকুই বা আমরা জানি? আমরা শুধু আমাদের নিজেদের জীবনচর্যা আর আমাদের আশেপাশের জীব-জগৎ সম্পর্কে ততোটুকুই জানি যেটুকু আমরা স্বচক্ষে দেখতে পাই। কিন্তু তার বাইরেও রয়েছে এক বিপুল বিরাট পৃথিবী যা বিস্ময়ে আর চমকে পরিপূর্ণ! এমনই এক চমকপ্রদ তথ্য আজ শেয়ার করা যাক এই প্রতিবেদনে যা শুনলে আপনারও চোখ মাথায় উঠতে বাধ্য!
advertisement
2/15
সাধারণ জ্ঞানে আমরা দেশ-বিদেশের মানুষ ও জীবজগৎ সম্পর্কে নিত্য নতুন তথ্য যেমন নাড়াচাড়া করি তেমনই কিন্তু এই পরিসরেই আছে এমন অনেক কিছু যা সাধারণ বুদ্ধি ও দেখাশোনার বাইরে। যা শুনলে অলৌকিক, অবিশ্বাস্য মনে হলেও, তা আপাদমস্তক সত্যি।
সাধারণ জ্ঞানে আমরা দেশ-বিদেশের মানুষ ও জীবজগৎ সম্পর্কে নিত্য নতুন তথ্য যেমন নাড়াচাড়া করি তেমনই কিন্তু এই পরিসরেই আছে এমন অনেক কিছু যা সাধারণ বুদ্ধি ও দেখাশোনার বাইরে। যা শুনলে অলৌকিক, অবিশ্বাস্য মনে হলেও, তা আপাদমস্তক সত্যি।
advertisement
3/15
সাধারণ জ্ঞানে আমরা দেশ-বিদেশের মানুষ ও জীবজগৎ সম্পর্কে নিত্য নতুন তথ্য যেমন নাড়াচাড়া করি তেমনই কিন্তু এই পরিসরেই আছে এমন অনেক কিছু যা সাধারণ বুদ্ধি ও দেখাশোনার বাইরে। যা শুনলে অলৌকিক, অবিশ্বাস্য মনে হলেও, তা আপাদমস্তক সত্যি।
সাধারণ জ্ঞানে আমরা দেশ-বিদেশের মানুষ ও জীবজগৎ সম্পর্কে নিত্য নতুন তথ্য যেমন নাড়াচাড়া করি তেমনই কিন্তু এই পরিসরেই আছে এমন অনেক কিছু যা সাধারণ বুদ্ধি ও দেখাশোনার বাইরে। যা শুনলে অলৌকিক, অবিশ্বাস্য মনে হলেও, তা আপাদমস্তক সত্যি।
advertisement
4/15
আমরা জানি পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন জাতির মানুষের যেমন বসবাস তেমনই আছেন এমন মানুষ যাঁদের আদিবাসী বলে অভিহিত করা হয়ে থাকে। এরা সাধারণত নিজেদের তথাকথিত লোকসমাজ থেকে কিছুটা আড়ালেই রাখেন। এঁদের মধ্যে কোনও কোনও গোষ্ঠী স্বাভাবিক জগৎ থেকে থাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।
আমরা জানি পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন জাতির মানুষের যেমন বসবাস তেমনই আছেন এমন মানুষ যাঁদের আদিবাসী বলে অভিহিত করা হয়ে থাকে। এরা সাধারণত নিজেদের তথাকথিত লোকসমাজ থেকে কিছুটা আড়ালেই রাখেন। এঁদের মধ্যে কোনও কোনও গোষ্ঠী স্বাভাবিক জগৎ থেকে থাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।
advertisement
5/15
বাইরের জগৎ এঁদের সম্পর্কে খুব বেশি কিছু জানে না। একইভাবে, এঁরাও বাইরের জগৎ সম্পর্কে খুব বেশি কিছু জানে না। এঁদের আদব-কায়দা, জীবনধারা থেকে খাওয়া-দাওয়া, পোশাক-পরিচ্ছদ এতটাই আলাদা হয় যে আমাদের প্রচলিত চোখে তা এক আশ্চর্য বলে মনে হয়। আমরা দেখেই চমকে উঠি! এমনই একটি অনন্য উপজাতি হল বাজাউ উপজাতি।
বাইরের জগৎ এঁদের সম্পর্কে খুব বেশি কিছু জানে না। একইভাবে, এঁরাও বাইরের জগৎ সম্পর্কে খুব বেশি কিছু জানে না। এঁদের আদব-কায়দা, জীবনধারা থেকে খাওয়া-দাওয়া, পোশাক-পরিচ্ছদ এতটাই আলাদা হয় যে আমাদের প্রচলিত চোখে তা এক আশ্চর্য বলে মনে হয়। আমরা দেখেই চমকে উঠি! এমনই একটি অনন্য উপজাতি হল বাজাউ উপজাতি।
advertisement
6/15
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ফিলিপাইনের সমুদ্র অঞ্চলের বাসিন্দা এই উপজাতিরা। এঁরা
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ফিলিপাইনের সমুদ্র অঞ্চলের বাসিন্দা এই উপজাতিরা। এঁরা "সমুদ্র জিপসি" এবং "সমুদ্র যাযাবর" নামে পরিচিত। এই উপজাতিদের জীবিকা এবং আবাসস্থলের একমাত্র উৎস হল সমুদ্র।
advertisement
7/15
এঁরা কখনও স্থলভাগে বসতি স্থাপন করে না। পরিবর্তে তারা সমুদ্রেই বাড়ি-ঘর তৈরি করে বা নৌকাগুলিকে ঘরে রূপান্তর করে নেয় নিজেদের চাহিদা মতো। যখন তাদের অন্যান্য প্রয়োজন হয়, তখন তারা যে মাছ ধরে তা বিক্রি করতে স্থলভাগে যায় এবং সেই অন্যান্য চাহিদা পূরণের জন্য তাঁরা মূলত মাছ বিক্রি করে। এছাড়া সহজে স্থলভাগে যায় না এঁরা।
এঁরা কখনও স্থলভাগে বসতি স্থাপন করে না। পরিবর্তে তারা সমুদ্রেই বাড়ি-ঘর তৈরি করে বা নৌকাগুলিকে ঘরে রূপান্তর করে নেয় নিজেদের চাহিদা মতো। যখন তাদের অন্যান্য প্রয়োজন হয়, তখন তারা যে মাছ ধরে তা বিক্রি করতে স্থলভাগে যায় এবং সেই অন্যান্য চাহিদা পূরণের জন্য তাঁরা মূলত মাছ বিক্রি করে। এছাড়া সহজে স্থলভাগে যায় না এঁরা।
advertisement
8/15
তবে সমুদ্র এঁদের মূল জীবিকা হলেই এঁরা কিন্তু এক জায়গায় বাস করে না। মাছ ধরে সমুদ্রময় যেখানে খুশি ঘুরে বেড়ায় বলেই এই আশ্চর্য উপজাতিদের সমুদ্র যাযাবর বলা হয়। বাজাউ উপজাতির উৎপত্তি দক্ষিণ ফিলিপাইনের সুলু দ্বীপপুঞ্জ থেকে।
তবে সমুদ্র এঁদের মূল জীবিকা হলেই এঁরা কিন্তু এক জায়গায় বাস করে না। মাছ ধরে সমুদ্রময় যেখানে খুশি ঘুরে বেড়ায় বলেই এই আশ্চর্য উপজাতিদের সমুদ্র যাযাবর বলা হয়। বাজাউ উপজাতির উৎপত্তি দক্ষিণ ফিলিপাইনের সুলু দ্বীপপুঞ্জ থেকে।
advertisement
9/15
যাযাবর সমুদ্র জীবনের কারণে, এই উপজাতিটি ক্রমে ক্রমে মালয়েশিয়া, ব্রুনাই এবং ইন্দোনেশিয়ার জলসীমায় স্থানান্তরিত হয়, মালুকু, রাজা আমপাট, সুলাওয়েসি এবং পূর্ব ইন্দোনেশিয়ার কালিমানতানের উত্তর অংশেও বসবাস করে এই উপজাতি।
যাযাবর সমুদ্র জীবনের কারণে, এই উপজাতিটি ক্রমে ক্রমে মালয়েশিয়া, ব্রুনাই এবং ইন্দোনেশিয়ার জলসীমায় স্থানান্তরিত হয়, মালুকু, রাজা আমপাট, সুলাওয়েসি এবং পূর্ব ইন্দোনেশিয়ার কালিমানতানের উত্তর অংশেও বসবাস করে এই উপজাতি।
advertisement
10/15
বাজাউ জাতি তাদের অসাধারণ সাঁতার এবং ডাইভিং দক্ষতার জন্য পরিচিত। যেহেতু তাদের জীবনের বেশিরভাগ সময় সমুদ্রকে কেন্দ্র করে কাটাতে হয়, তাই বাজাউ জাতি অত্যন্ত দক্ষ সাঁতারু হয়ে থাকে।
বাজাউ জাতি তাদের অসাধারণ সাঁতার এবং ডাইভিং দক্ষতার জন্য পরিচিত। যেহেতু তাদের জীবনের বেশিরভাগ সময় সমুদ্রকে কেন্দ্র করে কাটাতে হয়, তাই বাজাউ জাতি অত্যন্ত দক্ষ সাঁতারু হয়ে থাকে।
advertisement
11/15
এঁরা গভীর সমুদ্রে শ্বাস-প্রশ্বাস ধরে রাখার মতো অসাধারণ ডাইভিংয়ে বিশেষজ্ঞ। কোনও আধুনিক সরঞ্জাম ছাড়াই, তারা গভীর সমুদ্রে ডুব দিতে পারে এবং এঁরা একটানা ৫ থেকে ১৩ মিনিটের জন্য নিজেদের শ্বাস ধরে রাখতে পারে। এই কারণেই এঁদের জলের মানুষও বলা হয়ে থাকে।
এঁরা গভীর সমুদ্রে শ্বাস-প্রশ্বাস ধরে রাখার মতো অসাধারণ ডাইভিংয়ে বিশেষজ্ঞ। কোনও আধুনিক সরঞ্জাম ছাড়াই, তারা গভীর সমুদ্রে ডুব দিতে পারে এবং এঁরা একটানা ৫ থেকে ১৩ মিনিটের জন্য নিজেদের শ্বাস ধরে রাখতে পারে। এই কারণেই এঁদের জলের মানুষও বলা হয়ে থাকে।
advertisement
12/15
একটি চিকিৎসা গবেষণায় দেখা গেছে যে এই লোকেদের প্লীহা স্বাভাবিক মানুষের তুলনায় কিছুটা বড়, যা সাঁতার কাটার সময় তাদের দীর্ঘ সময় ধরে জলের নীচে শ্বাস ধরে রাখতে সাহায্য করে। একই গবেষণায় দেখা গেছে যে জিনগত পরিবর্তনের কারণে এটি সম্ভব।
একটি চিকিৎসা গবেষণায় দেখা গেছে যে এই লোকেদের প্লীহা স্বাভাবিক মানুষের তুলনায় কিছুটা বড়, যা সাঁতার কাটার সময় তাদের দীর্ঘ সময় ধরে জলের নীচে শ্বাস ধরে রাখতে সাহায্য করে। একই গবেষণায় দেখা গেছে যে জিনগত পরিবর্তনের কারণে এটি সম্ভব।
advertisement
13/15
বাজাউ জাতিগোষ্ঠী এতটাই সাহসী ও দক্ষ যে সমুদ্রের ৩০ মিটার গভীরেও বর্শা ব্যবহার করে মাছ এবং অক্টোপাসের মতো সামুদ্রিক প্রাণী শিকার করে থাকে। এই কারণেই বাজাউ শিশুরা ছোটবেলা থেকেই সাঁতার কাটা এবং ডুব দেওয়া শিখে নেয়। কারণ এটি তাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। সুতরাং, সমুদ্র হল বাজাউ জাতিগোষ্ঠীর জন্মভূমি।
বাজাউ জাতিগোষ্ঠী এতটাই সাহসী ও দক্ষ যে সমুদ্রের ৩০ মিটার গভীরেও বর্শা ব্যবহার করে মাছ এবং অক্টোপাসের মতো সামুদ্রিক প্রাণী শিকার করে থাকে। এই কারণেই বাজাউ শিশুরা ছোটবেলা থেকেই সাঁতার কাটা এবং ডুব দেওয়া শিখে নেয়। কারণ এটি তাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। সুতরাং, সমুদ্র হল বাজাউ জাতিগোষ্ঠীর জন্মভূমি।
advertisement
14/15
বাজাউ জনগোষ্ঠীর বেশিরভাগই মুসলিম ধর্মাবলম্বী। এদের পূর্বপুরুষরা মালয়েশিয়া এবং ব্রুনাইয়ের সমুদ্র অঞ্চলে ভ্রমণ করার পর থেকে বংশ পরম্পরায় এই ধর্ম শিখছে এবং অনুশীলন করছে। যদিও বাজাউ জনগোষ্ঠীর প্রায় ৯৫% মুসলিম, তবুও তাদের কিছু নিজস্ব বিশ্বাস এবং ধর্মীয় ঐতিহ্য রয়েছে যা তারা ত্যাগ করেনি।
বাজাউ জনগোষ্ঠীর বেশিরভাগই মুসলিম ধর্মাবলম্বী। এদের পূর্বপুরুষরা মালয়েশিয়া এবং ব্রুনাইয়ের সমুদ্র অঞ্চলে ভ্রমণ করার পর থেকে বংশ পরম্পরায় এই ধর্ম শিখছে এবং অনুশীলন করছে। যদিও বাজাউ জনগোষ্ঠীর প্রায় ৯৫% মুসলিম, তবুও তাদের কিছু নিজস্ব বিশ্বাস এবং ধর্মীয় ঐতিহ্য রয়েছে যা তারা ত্যাগ করেনি।
advertisement
15/15
সমুদ্রে জন্মগ্রহণ ও বেড়ে ওঠা বাজাউ উপজাতিরা শিক্ষার প্রতি খুব একটা মনোযোগ দেয় না। ফলস্বরূপ, তাদের বেশিরভাগই নিরক্ষর। আরও দুঃখের বিষয় হল, একটি প্রতিবেদন অনুসারে, এরা নিজেদের বয়স পর্যন্ত জানে না। তাছাড়া, আরও দুঃখের বিষয় হল এখনও পর্যন্ত কোনও দেশ কখনও এই উপজাতিদের মানুষ হিসেবে স্বীকৃতি দেয়নি।
সমুদ্রে জন্মগ্রহণ ও বেড়ে ওঠা বাজাউ উপজাতিরা শিক্ষার প্রতি খুব একটা মনোযোগ দেয় না। ফলস্বরূপ, তাদের বেশিরভাগই নিরক্ষর। আরও দুঃখের বিষয় হল, একটি প্রতিবেদন অনুসারে, এরা নিজেদের বয়স পর্যন্ত জানে না। তাছাড়া, আরও দুঃখের বিষয় হল এখনও পর্যন্ত কোনও দেশ কখনও এই উপজাতিদের মানুষ হিসেবে স্বীকৃতি দেয়নি।
advertisement
advertisement
advertisement