Sitalkuchi Firing: শীতলকুচি কাণ্ডের এক বছর, ৫/১২৬-এর রক্তাক্ত বুথের কথা মনে করে কাঁদল গ্রাম

Last Updated:

Sitalkuchi Incident: এখনও দোষী জওয়ানদের শাস্তি হল না! আক্ষেপ নিহতদের পরিবারের সদস্যদের।

প্রবীর কুণ্ডু, কোচবিহার: দুচোখে জল। বার বার মনে পড়ছে ভোটের লাইনে দাঁড়িয়ে গুলিবিদ্ধ হয়ে ছেলে ও প্রতিবেশীদের রক্তাক্ত মৃত দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকার ভয়াবহ দৃশ্য। শীতলকুচি। জোরপাটকির  ৫/১২৬ এর রক্তাক্ত বুথ।
আজও দগদগে স্মৃতি। সেই ঘটনার এক বছর। শহিদ দিবস পালন করল জোরপাটকি৷ শহিদ দিবসের মঞ্চের সামনে দাঁড়িয়ে অঝোরে কাঁদছেন আমজাদ হোসেন৷ সেদিন প্রাণ হারানো মনিরুজ্জামানের বাবা তিনি। কাঁদল আরও তিন জন নিহতের পরিবার।
আরও পডুন- সাংঘাতিক! কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারের সঙ্গে এ কী করল যুবক! শুনলে চমকে যাবেন
২০২১ সালের ১০ এপ্রিল  বিধানসভা নির্বাচনের দিন রক্তাক্ত হয়েছিল ৫/১২৬ নম্বর বুথ৷ ভয়াবহ সেই দিনের এক বছর আজ৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে তরতাজা চারজন গ্রামবাসী প্রাণ হারান সেদিন। সেউ স্মৃতি আঁকড়ে আজ শহিদ দিবস পালিত হল৷
advertisement
advertisement
অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের শাস্তির দাবি তুলেছেন নিহতদের পরিবারের সদস্যরা৷ ৫/১২৬ নম্বর বুথে সেই স্কুল মাঠে তৈরি হয়েছে শহিদ দিবসের মঞ্চ৷ শহিদ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে এই দিনটি পালিত হবে।
সেদিন নিহত চার জন-  মনিরুজ্জামান, হামিদুল মিঞা, ছামিউল হক ও নুর আলম মিঞা। এদিকে এই বিধানসভা কেন্দ্রের পাঠানটুলিতেও শহিদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস৷ নির্বাচনের দিন সেই বুথেও রাজনৈতিক সংঘর্ষে  প্রাণ হারিয়েছিলেন আনন্দ বর্মন। দুই এলাকায় শহিদ দিবস অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব উপস্থিত ছিলেন৷
advertisement
উল্লেখ্য ১০ এপ্রিল বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় শীতলকুচির জোরপাটকি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে প্রাণ গিয়েছিল চার জনের৷ সেই ঘটনাতে সিআইডি তদন্ত শুরু হয়েছে। তবে অভিযুক্ত জওয়ানরা এখনও শাস্তি পাননি।
আরও পড়ুন- জন্মদিনে প্রেমিকাকে মদ খাইয়ে ধর্ষণ! মৃত্যু নাবালিকার, পলাতক অভিযুক্ত প্রেমিক
ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথাভাঙ্গায় এসে  জোরপাটকি ও পাঠানটুলির নিহতদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস দেন। পরবর্তীতে পরিবারগুলির সদস্যদের চাকুরিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে৷ তবে অপরাধীরা এখনও অধরা। আজ শহিদ দিবসে পরিবারের সদস্যদের হাতে শাল উত্তরীয় তুলে দিয়ে সমবেদনা জানান উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sitalkuchi Firing: শীতলকুচি কাণ্ডের এক বছর, ৫/১২৬-এর রক্তাক্ত বুথের কথা মনে করে কাঁদল গ্রাম
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement