SIR in West Bengal: বঙ্গে এসআইআর ঘোষণা হতেই প্রশাসনিক মহলের বিরাট বদল, পুরুলিয়ায় নতুন জেলাশাসকের দায়িত্বে কে জানেন?

Last Updated:

SIR in West Bengal: বদলে যাচ্ছে জেলার প্রশাসনিক মহলের চিত্র, পুরুলিয়ায় আসছেন নতুন জেলাশাসক। দায়িত্বে কে জানেন?

পুরুলিয়ার নতুন জেলাশাসক
পুরুলিয়ার নতুন জেলাশাসক
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: প্রশাসনিক মহলে বড়সড় রদবদল। পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা বদলি হলেন। তিনি যোগ দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের ডিরেক্টর পদে। পুরুলিয়া জেলার নতুন জেলাশাসকের দায়িত্ব পেতে চলেছেন ২০১৪-এর ব্যাচের আইএএস অফিসার সুধীর কোনথাম। তিনি বর্তমানে হলদিয়া ডেভলপমেন্ট অথরিটির চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্বে রয়েছেন।
ইতিপূর্বে তিনি পূর্ব মেদিনীপুর জেলায় দক্ষতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন। এবার পুরুলিয়ার মানুষ তাকে জেলা শাসকের হিসাবে পেতে চলেছেন। ড. রজত নন্দা পুরুলিয়ার জেলাশাসকের দায়িত্বে থাকাকালীন জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। বহু মানুষ নানান সরকারে পরিষেবা পেয়েছেন তাঁর তত্ত্বাবধানে। ‌তাঁর অবদান পুরুলিয়ার মানুষের কাছে গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: ২০০২ সালের ভোটার তালিকায় যদি বাবা-মায়ের নাম না থাকে, তাহলে কী করবেন? আপনার নাম আর উঠবে না? সহজ উপায় কিন্তু আছে
আর কয়েক মাস পরেই রাজ্যের বিধানসভা নির্বাচন। নির্বাচনের পূর্বে প্রশাসনিকভাবে বড়সড় পরিবর্তন করেছে রাজ্য সরকার। রাজ্যের একঝাঁক জেলার জেলাশাসক বদল করা হল। এমনকী কয়েকটি জেলার অতিরিক্ত জেলাশাসকদেরও বদলি করা হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী SIR শুরু হওয়ার পর জেলাশাসকদের বদলি করা যায় না, তাই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহলে অনেকেই মনে করছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যে এসআইআর শুরু, ঘোষণা করল নির্বাচন কমিশন
এসআইআর শুরুর দিন ঘোষণার আগেই রাজ্যের প্রশাসনিক এই রদবদল যথেষ্ট তৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে অনেকেই। এছাড়াও অতিরিক্ত জেলাশাসক (ADM) এবং যুগ্ম-সচিব স্তরে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SIR in West Bengal: বঙ্গে এসআইআর ঘোষণা হতেই প্রশাসনিক মহলের বিরাট বদল, পুরুলিয়ায় নতুন জেলাশাসকের দায়িত্বে কে জানেন?
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement