Kanti Ganguli on SIR: কান্তি গাঙ্গুলির নামও নেই! SIR শুনানিতে ডাক প্রাক্তন মন্ত্রীকে, জমা দিতে হল নথি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এসআইএর প্রক্রিয়ায় প্রাক্তন মন্ত্রীর নাম না আসায় তিনি বলেন, ‘‘এই ঘটনায় আমায় সবরকম সাহায্য করেছে ওঁরা৷ আমার নিজেরই খারাপ লাগছে, ওঁরা সব নথি দিয়েছেন৷ কিন্তু তা-ও সিস্টেমনিচ্ছিল না৷ ম্যাপিংয়ে সমস্য হচ্ছিল৷ প্রযুক্তিগত ত্রুটি থাকতে পারে।’’
আনিশ উদ্দিন মোল্লা, রায়দিঘি: এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকায় ম্যাপিংয়ে নাম এল না রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলীর৷ অগত্যা তাঁর বাড়িতে গিয়ে শুনানির জন্য নথিপত্র নিলেন বিএলও৷
এসএইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার ম্যাপিং এ নাম ছিল না রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলীর। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলীর বাড়িতে গিয়ে শুনানির জন্য প্রয়োজনীয় নথিপত্র নিলেন রায়দিঘি বিধানসভার ২২১ নং বুথের বিএলও কবিতা দাশগুপ্ত।
advertisement
advertisement
আরও পড়ুন : মেশিনে স্ক্যান করেই বলে দিচ্ছে ‘বাংলাদেশী’! ভাইরাল উত্তরপ্রদেশ পুলিশের ভিডিও, শুরু তদন্ত
এসআইএর প্রক্রিয়ায় প্রাক্তন মন্ত্রীর নাম না আসায় তিনি বলেন, ‘‘এই ঘটনায় আমায় সবরকম সাহায্য করেছে ওঁরা৷ আমার নিজেরই খারাপ লাগছে, ওঁরা সব নথি দিয়েছেন৷ কিন্তু তা-ও সিস্টেমনিচ্ছিল না৷ ম্যাপিংয়ে সমস্য হচ্ছিল৷ প্রযুক্তিগত ত্রুটি থাকতে পারে।’’
advertisement
অন্যদিকে, ভোটার তালিকায় নাম না ওঠায় নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলী। এদিন তিনি বলেন, ‘‘প্যান কার্ড, প্রাক্তন বিধায়কের কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সবই দিয়েছি৷ তা-ও কোথাও নিশ্চই সমস্যা ছিল৷’’ সবশেষে প্রাক্তন মন্ত্রীর মন্তব্য, ‘‘এসআইআর তো দেশের জন্য ভাল৷ আমায় নোটিস করেছিল৷ দিয়েছি৷ অফিসাররা যা যা নথি চাইছেন সেটা দিয়ে সাহায্য করা উচিত, এটা যে কোনও নাগরিকের কর্তব্য৷ অসুস্থদের নথি বিএলও-রা বাড়িতে গিয়ে নিয়ে আসবেন৷ এ নিয়ে ত হইহই করার কী আছে? সব রাজনৈতিক দলের উচিত এই প্রক্রিয়ায় সহায়তা করা৷’’
advertisement
জানা গিয়েছে, ২০০২ এর ভোটার তালিকাতেওনাম ছিল প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলীর ৷ তবে তা-ও শুনানির ডাক পড়ে৷ বিএলও জানিয়েছেন, সব কিছু দেওয়ার পরেও প্রাক্তন মন্ত্রীর নাম সিস্টেম ‘নট ফাউন্ড’ বলছিল৷ বিষয়টি বিডিও খতিয়ে দেখলেও কিছু করা যায়নি৷ অতঃপর সমস্ত নথি জমা দিতে হল প্রাক্তন মন্ত্রীকে৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Jan 02, 2026 8:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kanti Ganguli on SIR: কান্তি গাঙ্গুলির নামও নেই! SIR শুনানিতে ডাক প্রাক্তন মন্ত্রীকে, জমা দিতে হল নথি








