Uttar Pradesh News: মেশিনে স্ক্যান করেই বলে দিচ্ছে ‘বাংলাদেশী’! ভাইরাল উত্তরপ্রদেশ পুলিশের ভিডিও, শুরু বিতর্ক
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ভিডিয়োয় দেখা গিয়েছে এ্ক ব্যক্তি ওই পুলিশ অফিসারে সামনে অনুনয় বিনয় করে জানাচ্ছেন যে, তিনি বিহারের বাসিন্দা৷ সেখান থেকেই উত্তরপ্রদেশে এসেছেন৷
গাজিয়াবাদ : ঠিক বারকোড স্ক্যানারের মতো দেখতে৷ মোবাইলেই ইনস্টলড৷ সেই স্ক্যানার দিয়ে যে কারওকে স্ক্যান করে নিলেই নাকি জানা যাচ্ছে তিনি বাংলাদেশী না ভারতীয়? উত্তরপ্রদেশ পুলিশের সাম্প্রতিক নাগরিকত্ব স্ক্যানার নিয়ে ফের বিতর্ক তৈরি হয়েছে গাজিয়াবাদে৷
advertisement
এই বিতর্কের কেন্দ্রে রয়েছে উত্তরপ্রদেশের এক পুলিশ অফিসার অজয় শর্মা৷ সম্প্রতি তাঁরই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সর্বত্র৷ সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, অজয় শর্মা নামের ওই পুলিশ আধিকারিক স্থানীয় নাগরিককে জানাচ্ছেন, তিনি একটি অদ্ভুত মেশিন ব্যবহার করছেন, যা দিয়ে কোনও ব্যক্তিকে স্ক্যান করলেই নাকি জানা যাচ্ছে তাঁর নাগরিকত্ব৷ যেখানে নিয়ম অনুযায়ী কোনও ব্যক্তির পাসপোর্ট, আধার কার্ডের মতো বিষয়ই হওয়া উচিত তার নাগরিকত্বের প্রমাণ৷
advertisement
advertisement
ভিডিয়োয় দেখা গিয়েছে এ্ক ব্যক্তি ওই পুলিশ অফিসারে সামনে অনুনয় বিনয় করে জানাচ্ছেন যে, তিনি বিহারের বাসিন্দা৷ সেখান থেকেই উত্তরপ্রদেশে এসেছেন৷ তার জবাবে ওই পুলিশ অফিসার বলছেন, ‘‘ওঁর পিছনে মেশিনটা লাগাও তো৷ এই মেশিন বলছে যে তুমি বাংলাদেশ থেকে এসেছে৷’’
advertisement
“Put the machine on the person’s back. This machine shows you are from Bagladesh”
UP Police in Ghaziabad is roaming around with a “machine” that can detect your nationality. Here the cop could be seen putting a mobile on a person’s back. “This show you are from Bangladesh,” cop… pic.twitter.com/VtFURMx1NR
— Piyush Rai (@Benarasiyaa) January 1, 2026
advertisement
সূত্রের খবর, গত ২৩ ডিসেম্বর এই ভিডিওতোলা হয়েছিল৷ যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি News18 Bangla৷ সংবাদসংস্থা NDTV-কে উচ্চ পদস্থ আধিকারিকেরা জানিয়েছেন, ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করা হচ্ছে৷
advertisement
গাজিয়াবাদ পুলিশ কমিশন এই ভিডিওর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘‘অস্থায়ী বসতিগুলিতে অপরাধ নিয়ন্ত্রণ, জিজ্ঞাসাবাদ, নথি যাচাইকরণের প্রক্রিয়া চলছে৷ কিছুদিন অন্তর অন্তরই এই ধরনের প্রক্রিয়া চালানো হয়৷ সেরকমই কৌশাম্বী এলাকাতেও নথি যাচাইকরণ এবং জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছিল৷’’
advertisement
জানা গিয়েছে, গাজিয়াবাদ পুলিশ এবং সিআরপিএফ অবৈধ অভিবাসীদের খোঁজে তল্লাশি অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে। তাঁরা স্থানীয় বস্তিতে থাকা ব্যক্তিদের পরিচয়পত্র পরীক্ষা করছিলেন এবং জিজ্ঞাসাবাদ করছিলেন। কিন্তু, ওই ঘটনা আদতে ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে উত্তরপ্রদেশের স্থানীয় পুলিশ প্রশাসন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Uttar Pradesh
First Published :
Jan 02, 2026 7:47 PM IST









