Manipur Terror Attack : চোখের জলে শেষ বিদায় জঙ্গি হানায় নিহত শ্যামল দাসকে

Last Updated:

Manipur Terror Attack :নিথর দেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন স্ত্রী সুপর্ণা দাস, মেয়ে দিয়া দাস, বাবা ধীরেন দাস ও মা মাধবী দাস।

কীর্তিপুর : শেষ বিদায় জানানো হল মুর্শিদাবাদের (Murshidabad) কীর্তিপুর গ্রামের ভূমিপুত্র শ্যামল দাসকে। সোমবার গ্রামে গানস্যালুট মাধ্যমে তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন রাজ্যের প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জেলা পুলিশ সুপার কে সবরী রাজকুমার, জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী ও সেনাবাহিনীর আধিকারিকরা।
আরও পড়ুন : পুলিশের মানবিক মুখ, অন্নসংস্থানের জন্য দুর্ঘটনাগ্রস্ত গাড়িচালককে টোটো উপহার
মণিপুরে (Manipur Terror Attack) শনিবার সকালে মায়ানমার সীমান্তবর্তী চূড়াচাঁদপুর জেলায় জঙ্গিহানায় অসম রাইফেলসের এক কমান্ডিং অফিসার-সহ ছ’জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন কমান্ডিং অফিসার বিপ্লব ত্রিপাঠির গাড়ির চালক শ্যামল দাস এবং অসম রাইফেলসের দুই কর্মীও। ইতিমধ্যেই মণিপুরে সেনা কনভয়ে হামলার দায় স্বীকার করেছে পিএলএ এবং নাগা পিপলস ফ্রন্ট।
advertisement
আরও পড়ুন : ধানক্ষেতে ৫০ হাতির তাণ্ডব ক্যামেরাবন্দি আকাশে ড্রোনপথে
সোমবার দুপুরে গ্রামে শ্যামলের কফিনবন্দি নিথর দেহ-সহ কনভয় আসতেই তাঁকে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়, শ্লোগান ওঠে-‘শহিদের রক্ত হবে নাকো ব্যর্থ’। ‘শহিদ তোমায় ভুলছি না, ভুলব না’। পাশাপাশি এই জঙ্গিদের কড়া শাস্তি দাবি জানিয়েছেন গ্রামের বাসিন্দারা। নিথর দেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন স্ত্রী সুপর্ণা দাস, মেয়ে দিয়া দাস, বাবা ধীরেন দাস ও মা মাধবী দাস।
advertisement
advertisement
আরও পড়ুন : গ্যাসের সিলিন্ডার খুলে ঘরে আগুন লাগিয়ে বাবা মাকে খুনের চেষ্টা ছেলের
আখরুজ্জামান বলেন, ‘‘আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আগামী দিনে সমস্ত রকম সহযোগিতা করব এবং পরিবারের পাশে থাকব৷’’
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Manipur Terror Attack : চোখের জলে শেষ বিদায় জঙ্গি হানায় নিহত শ্যামল দাসকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement