বন দফতরের আধিকারিকরা (Forest Department Ofiicials) বলছেন, গলসিতে বহু দূর থেকে তাদের গতিবিধি দেখা যাচ্ছিল। কিন্তু জঙ্গলময় আউশগ্রামে গাছগাছালি সে কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। জঙ্গলের মধ্যে কোথায় হাতির দল রয়েছে তা বাইরে থেকে বোঝা কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। এখন ড্রোনের সাহায্যে হাতির দলটির গতিবিধি স্পষ্ট দেখা যাচ্ছে।