Birbhum Police: পুলিশের মানবিক মুখ, অন্নসংস্থানের জন্য দুর্ঘটনাগ্রস্ত গাড়িচালককে টোটো উপহার

Last Updated:

Birbhum Police: স্বভাবতই এই টোটো উপহার পেয়ে দারুণ খুশি গোপাল বাগদি

Birbhum Police: স্বভাবতই এই টোটো উপহার পেয়ে দারুণ  খুশি গোপাল বাগদি
Birbhum Police: স্বভাবতই এই টোটো উপহার পেয়ে দারুণ খুশি গোপাল বাগদি
খয়রাশোল : বীরভূমের (Birbhum) খয়রাশোলের লোকপুর থানা নাকড়াকোন্দা গ্রামের বাসিন্দা গোপাল বাগদি । বয়স প্রায় ৩২ বছর । ওই ব্যক্তি পেশায় ছিলেন গাড়িচালক , গাড়ি চালিয়েই সংসার চলে তাঁর  । গত ২০১৮ সালে নিজের কাজে যাওয়ার সময় মোটরবাইক নিয়ে হজরতপুর যাচ্ছিলেন তিনি । ঠিক সেই সময় হজরতপুর ব্রিজের কাছে দুর্ঘটনার মুখে পড়েন । বাসের সঙ্গে তার মোটরবাইকের ধাক্কা লাগে । সেই দুর্ঘটনায় গোপাল বাগদির ডান পা, ডান হাত ও কলারবোন ভেঙে যায় ।
আরও পড়ুন : ধানক্ষেতে ৫০ হাতির তাণ্ডব ক্যামেরাবন্দি আকাশে ড্রোনপথে
দু্র্ঘটনার অভিঘাতে কর্মক্ষমতা হারিয়ে ফেলেন গোপাল বাগদি । তারপর দীর্ঘ দিন চিকিৎসা চলার পর কিছুটা সুস্থ হতে থাকেন  গোপাল । কিন্তু সুস্থ হতে লাগলেও আগের মতো কাজ করতে পারেন না তিনি। বেশির ভাগ সময় ঘরে বসেই কাটাতে হয় তাঁকে । ঠিক তখনই গোপাল বাগদির  উপর নজর পড়ে লোকপুর থানার ওসি সন্তোষ ভকতের । ওসি সন্তোষ ভকত শোনেন তাঁর কথা । তারপর লোকপুর থানার ওসি সন্তোষ ভকত গোপাল  বাগদিকে উপার্জনের জন্য উপহার দেন একটি টোটো ।
advertisement
আরও পড়ুন : জলে কুমির, আতঙ্কে গঙ্গাস্নান বন্ধ রেখেছেন কালনা পূর্বস্থলীর বাসিন্দারা
স্বভাবতই এই টোটো উপহার পেয়ে দারুণ  খুশি গোপাল বাগদি । বলেন, " আমি গাড়ি চালাই । গাড়ি চালিয়েই  সংসার চলে আমাদের । কিন্তু ২০১৮ সালের দুর্ঘটনায় আমি হারিয়ে ফেলি আমার কাজ করার ক্ষমতা । বেশ কদিন দারুণ কষ্টে চলে আমাদের সংসার । এরপর আমাদের লোকপুর থানার ওসি সন্তোষ ভকত স্যার আমার কথা শুনেন । তারপর আমি উপার্জনের জন্য একটি টোটো কিনে দেন । এই টোটো পেয়ে খুব উপকৃত আমি ।’’
advertisement
advertisement
আরও পড়ুন : গ্যাসের সিলিন্ডার খুলে ঘরে আগুন লাগিয়ে বাবা মাকে খুনের চেষ্টা ছেলের
এই খবর এলাকাতে ছড়াতেই গোপাল বাগদির পাশাপাশি  এলাকার বিশিষ্ট মানুষজনও সাধুবাদ জানিয়েছেন লোকপুর থানার ওসি সন্তোষ ভকতের এই উদ্যোগকে ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum Police: পুলিশের মানবিক মুখ, অন্নসংস্থানের জন্য দুর্ঘটনাগ্রস্ত গাড়িচালককে টোটো উপহার
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement