Birbhum Police: পুলিশের মানবিক মুখ, অন্নসংস্থানের জন্য দুর্ঘটনাগ্রস্ত গাড়িচালককে টোটো উপহার

Last Updated:

Birbhum Police: স্বভাবতই এই টোটো উপহার পেয়ে দারুণ খুশি গোপাল বাগদি

Birbhum Police: স্বভাবতই এই টোটো উপহার পেয়ে দারুণ  খুশি গোপাল বাগদি
Birbhum Police: স্বভাবতই এই টোটো উপহার পেয়ে দারুণ খুশি গোপাল বাগদি
খয়রাশোল : বীরভূমের (Birbhum) খয়রাশোলের লোকপুর থানা নাকড়াকোন্দা গ্রামের বাসিন্দা গোপাল বাগদি । বয়স প্রায় ৩২ বছর । ওই ব্যক্তি পেশায় ছিলেন গাড়িচালক , গাড়ি চালিয়েই সংসার চলে তাঁর  । গত ২০১৮ সালে নিজের কাজে যাওয়ার সময় মোটরবাইক নিয়ে হজরতপুর যাচ্ছিলেন তিনি । ঠিক সেই সময় হজরতপুর ব্রিজের কাছে দুর্ঘটনার মুখে পড়েন । বাসের সঙ্গে তার মোটরবাইকের ধাক্কা লাগে । সেই দুর্ঘটনায় গোপাল বাগদির ডান পা, ডান হাত ও কলারবোন ভেঙে যায় ।
আরও পড়ুন : ধানক্ষেতে ৫০ হাতির তাণ্ডব ক্যামেরাবন্দি আকাশে ড্রোনপথে
দু্র্ঘটনার অভিঘাতে কর্মক্ষমতা হারিয়ে ফেলেন গোপাল বাগদি । তারপর দীর্ঘ দিন চিকিৎসা চলার পর কিছুটা সুস্থ হতে থাকেন  গোপাল । কিন্তু সুস্থ হতে লাগলেও আগের মতো কাজ করতে পারেন না তিনি। বেশির ভাগ সময় ঘরে বসেই কাটাতে হয় তাঁকে । ঠিক তখনই গোপাল বাগদির  উপর নজর পড়ে লোকপুর থানার ওসি সন্তোষ ভকতের । ওসি সন্তোষ ভকত শোনেন তাঁর কথা । তারপর লোকপুর থানার ওসি সন্তোষ ভকত গোপাল  বাগদিকে উপার্জনের জন্য উপহার দেন একটি টোটো ।
advertisement
আরও পড়ুন : জলে কুমির, আতঙ্কে গঙ্গাস্নান বন্ধ রেখেছেন কালনা পূর্বস্থলীর বাসিন্দারা
স্বভাবতই এই টোটো উপহার পেয়ে দারুণ  খুশি গোপাল বাগদি । বলেন, " আমি গাড়ি চালাই । গাড়ি চালিয়েই  সংসার চলে আমাদের । কিন্তু ২০১৮ সালের দুর্ঘটনায় আমি হারিয়ে ফেলি আমার কাজ করার ক্ষমতা । বেশ কদিন দারুণ কষ্টে চলে আমাদের সংসার । এরপর আমাদের লোকপুর থানার ওসি সন্তোষ ভকত স্যার আমার কথা শুনেন । তারপর আমি উপার্জনের জন্য একটি টোটো কিনে দেন । এই টোটো পেয়ে খুব উপকৃত আমি ।’’
advertisement
advertisement
আরও পড়ুন : গ্যাসের সিলিন্ডার খুলে ঘরে আগুন লাগিয়ে বাবা মাকে খুনের চেষ্টা ছেলের
এই খবর এলাকাতে ছড়াতেই গোপাল বাগদির পাশাপাশি  এলাকার বিশিষ্ট মানুষজনও সাধুবাদ জানিয়েছেন লোকপুর থানার ওসি সন্তোষ ভকতের এই উদ্যোগকে ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum Police: পুলিশের মানবিক মুখ, অন্নসংস্থানের জন্য দুর্ঘটনাগ্রস্ত গাড়িচালককে টোটো উপহার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement