Shootout at Shaktigarh: শক্তিগড়ে শ্যুট আউট ! সোনার দোকান লুঠ করতে গিয়ে মালিকের পেটে গুলি, চাঞ্চল্য এলাকায়!
- Written by:Saradindu Ghosh
- local18
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
শক্তিগড় থানার জোতরামে জাতীয় সড়কের পাশে একটি সোনার দোকানে এই শ্যুট আউটের ঘটনা ঘটেছে।
শরদিন্দু ঘোষ, বর্ধমান: শক্তিগড়ে দিনে দুপুরে ঘটল শ্যুট আউটের ঘটনা !
শক্তিগড় থানার জোতরামে জাতীয় সড়কের পাশে একটি সোনার দোকানে এই শ্যুট আউটের ঘটনা ঘটেছে। সোনার দোকানের মালিক স্বদীপ দাসের পেটে গুলি লাগে। ওই দুই দুষ্কৃতী সোনার দোকান লুঠ করতে গিয়েছিল। তা বুঝতে পারেন দোকানের মালিক। তিনি প্রাণ ভয় দূরে সরিয়ে দুষ্কৃতীদের মোকাবিলা করতে যান। এক দুষ্কৃতীকে জাপটে ধরেও ফেলেন তিনি। তখনই খুব কাছ থেকে ওই দোকান মালিকের পেটে গুলি করা হয়। সেখানেই লুটিয়ে পড়েন তিনি।
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার বেলা ১১টা নাগাদ দুই দুষ্কৃতী মোটর সাইকেলে আসে। তারা জাতীয় সড়কে মোটর সাইকেল দাঁড় করিয়ে সোনার দোকানে লুঠ করতে যায়।
advertisement
দোকানের মালিক বাধা দিতে গেলে এই ঘটনা ঘটে। গুলি দোকানদারের পেটে ঢুকে যায়। সেই অবস্থাতেও দোকানদার আততায়ীকে জাপটে ধরে রাখার চেষ্টা করে।
advertisement
গুলির শব্দ পেয়ে এক ব্যবসায়ী ছুটে আসেন। কিন্তু তাঁকে রিভলভার উঁচিয়ে খুন করার ভয় দেখায় দুষ্কৃতীরা। এরপর আর তিনি বাধা দেওয়ার সাহস পাননি। আশপাশের লোকজন ছুটে আসার আগেই মোটর সাইকেল নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। রক্তাক্ত দোকানদার স্বদীপ দাসকে উদ্ধার করে প্রথমে অনাময় ও পড়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়েই শক্তিগড় থানার পুলিশ দুষ্কৃতীদের ধরতে চিরুনি তল্লাশি শুরু করে । ঘটনায় আলোড়ন ছড়ায় এলাকাজুড়ে।
advertisement
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীদের হদিশ পেতে সব ধরণের চেষ্টা চালানো হচ্ছে। এ ব্যাপারে ঘটনার পর পরই আশপাশের থানাগুলিকে অ্যালার্ড করা হয়। ওই দোকান বা তার আশপাশে কোনও সিসিটিভি ক্যামেরা নেই। তবে বর্ধমান যাওয়ার পথে জাতীয় সড়কের ওপর অন্যান্য জায়গার সিসিটিভি ফুটেজের খোঁজ করছে পুলিশ। ঘটনার পর দুষ্কৃতীরা বর্ধমানের দিকে চম্পট দেয় বলে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Aug 25, 2023 5:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shootout at Shaktigarh: শক্তিগড়ে শ্যুট আউট ! সোনার দোকান লুঠ করতে গিয়ে মালিকের পেটে গুলি, চাঞ্চল্য এলাকায়!









