Shani Nakshatra Gochar 2023: শনির শতভিষা নক্ষত্রে পাড়ি, ভাগ্য খুলতে চলেছে এই চার রাশির!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
শনির এই অবস্থানের কারণে ৪টি রাশির জাতক-জাতিকারা অত্যন্ত লাভবান হবেন। জাতক-জাতিকারা চাকরি, ব্যবসায় সাফল্যের পাশাপাশি আর্থিক ভাবেও লাভবান হবেন। এবারে জেনে নেওয়া যাক সেই সৌভাগ্যবান রাশিগুলো কারা।
advertisement
শনি গত ২২ অগাস্ট থেকে রাহুর শতভিষা নক্ষত্রের প্রথম দশায় পাড়ি দিয়েছেন এবং আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এই অবস্থানেই থাকবেন। শনির এই অবস্থানের কারণে ৪টি রাশির জাতক-জাতিকারা অত্যন্ত লাভবান হবেন। জাতক-জাতিকারা চাকরি, ব্যবসায় সাফল্যের পাশাপাশি আর্থিক ভাবেও লাভবান হবেন। এবারে জেনে নেওয়া যাক সেই সৌভাগ্যবান রাশিগুলো কারা।
advertisement
ধনু রাশি- যাঁরা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তাঁদের ইচ্ছা পূরণ হতে পারে। শতভিষা নক্ষত্রে শনির গমনের কারণে জাতক-জাতিকারা নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থদের সহযোগিতা মিলবে। কর্মক্ষেত্রে প্রত্যেকে প্রশংসা করবেন। এই সময় জাতক-জাতিকারা পদোন্নতির পাশাপাশি নতুন দায়িত্বও পেতে পারেন।
advertisement
advertisement
advertisement
তুলা রাশি- শতভিষা নক্ষত্রে শনির গমনের কারণে তুলা জাতক-জাতিকাদের আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। জাতক-জাতিকাদের ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়বে। জাতক-জাতিকারা এই সময় যে কাজই করুন না কেন তাতে সফলতা পাওয়ার সম্ভাবনা থাকবেই। কর্মজীবনের গতি বাড়বে। জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে পদোন্নতি পাবেন। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)