Shocking Incident: ভয়ঙ্কর ঘটনা! হাসপাতালে শিশু বদলের অভিযোগ! তুমুল উত্তেজনা কান্দি হাসপাতালে

Last Updated:
শিশু বদলের অভিযোগে উত্তেজনা হাসপাতালে
শিশু বদলের অভিযোগে উত্তেজনা হাসপাতালে
মূর্শিদাবাদ: সদ্যজাত মৃত শিশু বদলের অভিযোগ ওঠে কান্দি মহকুমা হাসপাতালের বিরুদ্ধে৷ আর এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা তৈরি হয় মুর্শিদাবাদ অঞ্চলে।
জানা গিয়েছে, কান্দি পৌরসভার অন্তর্গত নামুকান্দি এলাকার বাসিন্দা অনামিকা বীরবংশী প্রসব যন্ত্রণা নিয়ে গত ২৬শে ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়। মায়ের পেটের মধ্যেই শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ। রবিবার দুপুরে কান্দি মহকুমা হাসপাতালে তাঁর সিজার করা হয়৷ তখনই দেখা যায় অনামিকা পুত্র সন্তান আগেই মারা গিয়েছে।
অন্যদিকে, খড়গ্রাম থানার এড়োয়ালীর আইরা গ্রামের বাসিন্দা টুম্পা বাগ্দী ভর্তি হয় প্রসব যন্ত্রণা নিয়ে রবিবার সকালে। রবিবার দুপুরে সিজার করলে পুত্র সন্তানের জন্ম দেন তিনি৷ পরে দুর্ভাগ্যবশত, হাসপাতালেই মৃত্যু হয় সদ্যোজাত শিশুটির।
advertisement
advertisement
কিন্তু হাসপাতালের তরফে দুই নবজাতকের শিশু একে ওপরের পরিবারকে দিয়ে দেওয়া হয়। যার কারণে শিশু অদল বদলের অভিযোগ ওঠে। আর সেই অভিযোগ কে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে কান্দি মহকুমা হাসপাতালের প্রসুতি বিভাগ।
ইতিমধ্যেই হাসপাতালের বিরুদ্ধে কর্তব্য গাফিলতির অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কান্দি মহকুমা পুলিশ আরক্ষা আধিকারিক শাসরেক আম্বেদকর ও কান্দি থানার আইসি। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন কান্দি মহকুমা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌমিক দাস। দুই পরিবারের পক্ষ থেকেই হাসপাতালের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
advertisement
প্রণব রকিবুল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shocking Incident: ভয়ঙ্কর ঘটনা! হাসপাতালে শিশু বদলের অভিযোগ! তুমুল উত্তেজনা কান্দি হাসপাতালে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement