Shaurya Padak : যেদিন শুধুই ছিল মৃত্যুমিছিল, সেদিন জীবন বাজি রেখে যুবকের প্রাণ বাঁচিয়েছিলেন 'এই' লেডি কনস্টেবল! পেলেন শৌর্য পদক

Last Updated:

Shaurya Padak : ট্রেনের সামনে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন এক যুবক। তাঁকে টেনে এনে প্রাণ বাঁচান এক লেডি কনস্টেবল। তার জন্য পেলেন শৌর্য পদক।

রেলমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ
রেলমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: পূর্ব মেদিনীপুরের মেচেদা স্টেশনে এসে ট্রেনের সামনে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন এক যুবক। দ্রুত গতিতে আসা এক্সপ্রেস ট্রেনের সামনে নিজেকে শেষ করে দিতে চেয়ে রেল লাইনে উপুড় হয়ে শুয়ে পড়েন। ক্ষিপ্রতার সঙ্গে তাঁকে টেনে এনে প্রাণ বাঁচান এক লেডি কনস্টেবল। উপুড় হয়ে শুয়ে থাকা যুবকের জামার কলার ধরে টেনে তোলেন তিনি। সেই মুহূর্তেই তাঁদের পাশ দিয়ে বেরিয়ে যায় ট্রেনটি। রেলপুলিশের সহায়তায় বেঁচে গিয়ে নতুন করে জীবন শুরু করার অঙ্গীকার করেন ওই যুবক।
যেদিনে ওড়িশার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ে, সেদিন সকালে এমন এক সাহসিকতার নজির গড়েছিলেন এই লেডি কনস্টেবল। সাহসিকতার ফলস্বরূপ তিনি পেলেন পুরস্কার। সাহসিকতার নজির গড়ে রেলমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করলে খড়গপুর আরপিএফের লেডি কনস্টেবল। নিজের প্রাণকে বাজি রেখে বাঁচিয়েছিলেন এক যুবকের জীবন। সেই বীরত্ব দেখানো এবং দায়িত্ব পালনের জন্য পুরস্কার পেলেন কিমিদি সুমথি। তিনি RPF-এর লেডি কনস্টেবল। এক জনের জীবন রক্ষা করার জন্য ‘শৌর্য পদক’ পেলেন তিনি।
advertisement
advertisement
তাঁর হাতে ওই পদক তুলে দেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সোমবার গুজরাটের ভালসাদ আরপিএফ ট্রেনিং সেন্টারে আয়োজিত একটি অনুষ্ঠানে ওই পুরস্কার তুলে দেন রেলমন্ত্রী। খড়্গপুর ডিভিশনের ডিআরএম ললিতমোহন পাণ্ডে বলেন, ‘এই পুরস্কার শুধু আরপিএফ-এর কাছেই নয়, খড়্গপুর ডিভিশনের কাছেও সম্মানের ও গর্বের। যে ভাবে নিজের জীবনের পরোয়া না করে সাহসিকতার সঙ্গে কিমিদি সুমথি এক জনের প্রাণ বাঁচিয়েছিলেন, সেই জন্য তাঁকে আমরা কুর্নিশ জানাচ্ছি।’
advertisement
প্রসঙ্গত, ২০২৩ সালের ২ জুন সন্ধ্যাতেই খড়্গপুর ডিভিশনের অধীন ওড়িশার বালেশ্বরের বাহনাগা বাজার স্টেশনের কাছে ঘটে ভয়াবহ রেল দুর্ঘটনা। তাতে মৃত্যু হয় ২৮৯ জনের। সেই দিন ভোরেই পূর্ব মেদিনীপুরের মেচেদা স্টেশনে যুবকের জীবন বাঁচিয়ে ছিলেন ওই কনস্টেবল। খড়্গপুর ডিভিশনের মেচেদা স্টেশনে কর্মরত ছিলেন কিমিদি। সেখানেই ট্রেনের সামনে ঝাঁপিয়ে এক জনের জীবন বাঁচিয়ে ছিলেন তিনি। ওই দিন ভোর ৪টা ২০ মিনিট নাগাদ দ্রুতগতিতে ছুটে আসা একটি এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দেন এক যুবক।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রায় ফাঁকা প্ল্যাটফর্ম দেখে চলন্ত ট্রেনের সামনে নিজেকে শেষ করতে চেয়েছিলেন তিনি। তা নজরে পড়ে কিমিদি সুমথির। ক্ষিপ্রতার সঙ্গে প্ল্যাটফর্ম থেকে সোজা ওই লাইনে ঝাঁপ দিয়ে, যুবককে উদ্ধার করেন। সেই ঘটনার প্রায় দু’বছর পর সাহসিকতার জন্য ‘শৌর্য পদক’ পেলেন ওই লেডি কনস্টেবল। একজন মহিলার দায়িত্ববোধ এবং কর্তব্যপরায়ণাতাকে সাধুবাদ জানিয়েছেন রেলকর্তা থেকে সাধারণ মানুষ সকলে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shaurya Padak : যেদিন শুধুই ছিল মৃত্যুমিছিল, সেদিন জীবন বাজি রেখে যুবকের প্রাণ বাঁচিয়েছিলেন 'এই' লেডি কনস্টেবল! পেলেন শৌর্য পদক
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement