১০ লক্ষ টাকার ড্রোন পাওয়া যাবে মাত্র ২ লক্ষ টাকায়, সেখানেও আবার লোন! একবার কিনলে ঘরে বসে বসে সারাবছর আয়
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Agriculture Drone Scheme : দশ লক্ষ টাকা মূল্যের ড্রোন, প্রায় ৮০ শতাংশ ছাড়ে, মাত্র ২ লক্ষ টাকায় পাবেন। আবার এই ২ লক্ষ টাকাও সরকারি সহযোগিতায় লোনের মাধ্যমে পাওয়া যাবে।
হাওড়া, রাকেশ মাইতি: কৃষি সহায়ক কেন্দ্রীয় সরকারের ‘নম ড্রোন দিদি’ প্রকল্প। প্রায় ৮০ শতাংশ ছাড়ে সরকারি সহযোগিতায় ড্রোন মিলবে কৃষি কাজে উদ্যোগী’র হাতে। সহজ আবেদন প্রক্রিয়ার মাধ্যমে কৃষি ক্ষেত্রে মহিলারা এই সুযোগ কাজে লাগাতে পারেন। এই ড্রোনের মাধ্যমে কৃষিকাজ আরও সহজে হবে। বিঘা বিঘা জমিতে মাত্র কয়েক মিনিটে আরও নিখুঁত ভাবে কীটনাশক স্প্রে করা সম্ভব।
কৃষি ক্ষেত্রে সঠিক সময়ে চারা রোপণ থেকে কীটনাশক প্রয়োগ এবং ফসল উত্তোলন সময় মাফিক করতে পারলে তবেই কৃষি কাজে যথাযত লভ্যাংশ মিলতে পারে। সেই কাজে তরল স্প্রে করতে দারুণ সহায়ক এই ড্রোন। এই ড্রোন ব্যবহার করে কাজের সময় সাশ্রয় হবে। বর্তমান সময়ে কৃষি কাজে শ্রমিকের অভাব বহু অংশে। সেই দিক থেকে এই ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
advertisement
advertisement
ভারত সরকারের এই প্রকল্পে মাধ্যমে ইতিমধ্যেই কয়েক হাজার স্বনির্ভর গোষ্ঠীর মহিলা উপকৃত হয়েছে। ‘ নম ড্রোন দিদি’ প্রকল্পের আওতায় দশ লক্ষ টাকা মূল্যের ড্রোন, প্রায় ৮০ শতাংশ ছাড়ে, মাত্র ২ লক্ষ টাকায় পাবেন। আবার এই ২ লক্ষ টাকাও সরকারি সহযোগিতায় লোনের মাধ্যমে পাওয়া যাবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ড্রোনের মাধ্যমে কৃষিকাজ আরও সহজ হবে। কৃষি ক্ষেত্রে ভারত সরকারের যুগান্তকারী প্রকল্পগুলির মধ্যে অন্যতম এই ‘নম ড্রোন দিদি’ প্রকল্প। এ প্রসঙ্গে বিজ্ঞানী কিরণময় বাড়ুই জানান, হাওড়া কৃষি বিজ্ঞান ভবন জগৎবল্লভপুরে এদিন ড্রোন উড়িয়ে দেখানো হয় কিভাবে কৃষি জমিতে এই ড্রোন কীটনাশক ছড়াতে কাজ করবে। তিনি আরও জানান, অনলাইন পোর্টালের মাধ্যমে খুব সহজে মহিলারা এই ‘নম ড্রোন দিদি’ প্রকল্পে সুবিধা নিতে পারেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Haora (Howrah),Haora,West Bengal
First Published :
October 15, 2025 9:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১০ লক্ষ টাকার ড্রোন পাওয়া যাবে মাত্র ২ লক্ষ টাকায়, সেখানেও আবার লোন! একবার কিনলে ঘরে বসে বসে সারাবছর আয়