শান্তিনিকেতনের মূল আকর্ষণ বন্ধ! বড় সিদ্ধান্ত নিয়ে নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shantiniketan: শান্তিনিকেতন ঘুরতে গেলে এই জায়গা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। সেটাই বন্ধ এবার!
শান্তিনিকেতন: বোলপুর শান্তিনিকেতন ঘুরতে গেলে এই জায়গা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। এমন একখানা মন ভাল করা জায়গা নিয়েও এবার এমন সিদ্ধান্ত নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ!
একদিকে যখন অমর্ত্য সেনের বাড়ির পাশে অবস্থান মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে মানুষজন আসছেন এবং তাদের বক্তব্য তুলে ধরছেন। পাশাপাশি বাউল গানও হচ্ছে। ঠিক তখনই বিশ্বভারতী কর্তৃপক্ষ রবীন্দ্রভবন নোটিশ দিয়ে বন্ধ করে দিল।
আরও পড়ুন- খুলে দেওয়া হবে জিরো ব্যালান্স অ্যাকাউন্ট, এই টোপে পা দিয়েই…
সেই নোটিশে লেখা রয়েছে, ৬ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত অনিবার্য কারণবশত রবীন্দ্রভবন বন্ধ থাকবে। কিন্তু ঠিক কী কারণে বন্ধ করা হয়েছে, সেই কারণ কিন্তু উল্লেখ করা নেই।
advertisement
advertisement
সূত্র মারফত জানা যাচ্ছে, যেহেতু অবস্থান মঞ্চ চলছে, তাই বিশ্বভারতী কর্তৃপক্ষ এই রবীন্দ্র ভবন বন্ধ করে দিয়েছে। আর রবীন্দ্র ভবনে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত দুষ্প্রাপ্য জিনিস দেখতে এসে ফিরে যেতে হচ্ছে পর্যটকদের।
আরও পড়ুন- ২০২৪ এ তৃণমূলের ‘টার্গেট’ কী? লোকসভার ‘লক্ষ্য’ বেঁধে দিলেন ‘সেনাপতি’ অভিষেক!
সূত্র মারফত এমনটাও জানা যাচ্ছে, যদি অবস্থান মঞ্চের সময় বা দিন বৃদ্ধি হয়, সেক্ষেত্রে রবীন্দ্রভবন বন্ধ রাখতে পারে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
advertisement
ইন্দ্রজিৎ রুজ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2023 5:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শান্তিনিকেতনের মূল আকর্ষণ বন্ধ! বড় সিদ্ধান্ত নিয়ে নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ