Crime News: খুলে দেওয়া হবে জিরো ব্যালান্স অ্যাকাউন্ট, এই টোপে পা দিয়েই...
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
Crime News: ধৃতদের কাছ থেকে ৩৮ টি অ্যাক্সিস ব্যাঙ্ক ও আই সি আই সি আই ব্যাঙ্কের এটিএম কার্ড সহ একটি ল্যাপটপ একটি মোটর বাইক ও নগদ পঞ্চাশ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়
পূর্ব বর্ধমান: সাধারণ মানুষদের ভুল বুঝিয়ে অভিনব কায়দায় লক্ষাধিক টাকার প্রতারণায় গ্রেফতার করা হল তিন ব্যাক্তিকে । কীভাবে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে টাকা আত্মসাৎ করা হতো তা জানলে অবাক হবেন৷ বেসরকারি ব্যাঙ্কে জিরো ব্যালান্সের অ্যাকাউন্ট খুলিয়ে সাধারণ মানুষদের নামে ধান কিনে সরকারি ন্যায্য মূল্যে ধান বিক্রি করে টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে এই তিন ব্যক্তির বিরুদ্ধে।
সূত্র মারফত খবর, সাহাপুর গ্রামের প্রতারণার শিকার হয়ে এক ব্যক্তি মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে মন্তেশ্বর থানার পুলিশ তদন্ত শুরু করে। এদিন কুসুমগ্রাম বাজার থেকে ওই তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে অভিযুক্তদের মধ্যে দুজন গলসি থানার অন্তর্গত নকুলেশ্বর রাইস মিলের কর্মী এবং অপরজন দালাল।
advertisement
advertisement
এই তিনজনকেই এদিন গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ৩৮ টি অ্যাক্সিস ব্যাঙ্ক ও আই সি আই সি আই ব্যাঙ্কের এটিএম কার্ড সহ একটি ল্যাপটপ একটি মোটর বাইক ও নগদ পঞ্চাশ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়।
advertisement
গ্রেফতারের পর ধৃতদের কালনা মহকুমা আদালতে পেশ করা হয়েছে। মন্তেশ্বর থানার পুলিশ বিচারপতির কাছে অভিযুক্তদের সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন জানিয়েছেন।
Bonoarilal Chowdhury
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2023 3:52 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Crime News: খুলে দেওয়া হবে জিরো ব্যালান্স অ্যাকাউন্ট, এই টোপে পা দিয়েই...