শাঁখা পরতে ভালবাসেন? আপনার জন্যে সেরা ঠিকানার সন্ধান, সূক্ষ্ম নকশা থেকে সোনা-রুপোর কাজ, এখানে মিলবে সব
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Aniket Bauri
Last Updated:
শাঁখা কীভাবে তৈরি হয় এবং কোথায় তৈরি হয় জানেন? একটি শাঁখা তৈরি করতে কত সময় লাগে জানেন?
বিষ্ণুপুর, বাঁকুড়া, অনিকেত বাউরী: বিবাহিত মহিলারা হাতে শাঁখা পরেন। তবে এই শাঁখা কীভাবে তৈরি হয় এবং কোথায় তৈরি হয় জানেন? একটি শাঁখা তৈরি করতে কত সময় লাগে জানেন? কীভাবে শঙ্খ থেকে তৈরি হয় শাঁখা? তা অনেকেই জানেন না। শাঁখা প্রস্তুত করতে প্রয়োজন হয় পাঁচজন কারিগরের অর্থাৎ পাঁচটা কারিগরের হাত দিয়ে একটি শাঁখা তৈরি হয়। এই শাঁখা তৈরির কাজে এখন ব্যস্ত শঙ্খ শিল্পীরা। এভাবেই বাপ ঠাকুরদার আমল থেকে শঙ্খ শিল্পের সঙ্গে জড়িত এই কারিগররা। শাঁখা তৈরির কাজ নিয়ে দিব্যি রয়েছেন তারা।
বাঁকুড়া জেলার মন্দির নগরী বিষ্ণুপুর পৌর শহরে বিভিন্ন রকমের শাঁখা তৈরি হচ্ছে। আগের থেকে এখন অনেকটাই উন্নত মানের হয়েছে এই শাঁখা। এখন শাঁখার উপর বিভিন্ন রকমের ডিজাইন বা নকশা ফুটিয়ে তুলছেন শঙ্খ শিল্পীরা। নিপুণ সূক্ষ্ম হাতের ছোঁয়ায় গড়ে উঠছে এই শাঁখা। আগে এতটা ডিজাইন করা শাঁখা পাওয়া যেত না। কারণ কারিগরদের এক একটা শাঁখা তৈরির জন্য অনেকটা সময় দিতে হত। তবে এখন প্রযুক্তির যুগে বিভিন্ন রকম মেশিন সহযোগিতা করছে এই শঙ্খ শিল্পীদের।
advertisement
আরও পড়ুনঃ বালুচরী শাড়িতে বিশেষ চমক, দূর্গাপুজো স্পেশ্যাল লণ্ঠন ডিজাইন, কেন দাম আকাশ ছোঁয়া?
একটা শঙ্খ থেকে একটা শাঁখা তৈরির জন্য পাঁচজন কারিগর প্রয়োজন। প্রথমে একটি শঙ্খকে ভেঙে সাইজ করা হয়। তারপর সেটি থেকে নির্দিষ্ট আকারের পিস বের করা হয়। এরপর সেটাকে পরিষ্কার করা হয়। তারপর সেই শাঁখার উপর বিভিন্ন রকমের ডিজাইন এঁকে তার উপর মেশিন দিয়ে শুরু হয় খোদাই করার কাজ। আগে তো শাখার উপর সাধারণ নকশার কাজ করা হত। এখন আবার এই শাঁখার উপরে সোনা, রুপোর কাজ হচ্ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিষ্ণুপুর শহরে বিশ্বজিৎ নন্দীর মত বহু শঙ্খশিল্পী রয়েছেন। সকলেই এখন ভাল কাজ করছেন। তারা নিজেদের কাজেই সারাক্ষণ ব্যস্ত। এই শাঁখার এখন ভাল চাহিদা রয়েছে। কলকাতা থেকে নিয়ে আসতে হয় এই শঙ্খগুলিকে। তারপর এখান থেকেই তৈরি হয় বিভিন্ন রকমের শাঁখার ডিজাইন। যা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। মন্দির নগরী বিষ্ণুপুরে দেশ-বিদেশ থেকে বহু পর্যটকরা আসেন। তাঁরাও এখান থেকে এই শাঁখা সংগ্রহ করেন। আপনিও চাইলে নিয়ে আসতে পারেন এই সুন্দর শাঁখাগুলি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 07, 2025 2:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শাঁখা পরতে ভালবাসেন? আপনার জন্যে সেরা ঠিকানার সন্ধান, সূক্ষ্ম নকশা থেকে সোনা-রুপোর কাজ, এখানে মিলবে সব