Baluchari Saree: বালুচরী শাড়িতে বিশেষ চমক, দূর্গাপুজো স্পেশ্যাল লণ্ঠন ডিজাইন, কেন দাম আকাশ ছোঁয়া?

Last Updated:

এই শাড়িটি সম্পূর্ণ ন্যাচারাল কালারের উপর তৈরি করা হয়েছে এক মাসের পরিশ্রমে। এই শাড়ির দাম রাখা হয়েছে ৬০,০০০ টাকা।

+
প্রতীকী

প্রতীকী ছবি

বাঁকুড়া: বালুচুরীর নাম আপনারা অনেকেই শুনেছেন। বিষ্ণুপুরের বিখ্যাত এই বালুচুরী শিল্পের নাম দেশ-বিদেশে ছড়িয়ে আছে। দুর্গা পুজোর আগে বিভিন্ন রকমের নতুনত্ব বালুচুরী শাড়ি তৈরি হয় এখানে। এই বছরও সেই শাড়ি বানানোর কাজে ব্যস্ত বালুচুরী শিল্পীরা! ইতিমধ্যেই একটি নতুন শাড়ি তৈরি হয়েছে, যেই শাড়ির মধ্যে বিষ্ণুপুরের একটি ঐতিহ্য শিল্পকে তুলে ধরা হয়েছে। আগেকার নবাবদের রাজমহলের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য যেটি ব্যবহৃত হত, সেই বিলুপ্তপ্রায় শিল্পকে এই শাড়ির মধ্যে তুলে ধরা হয়েছে।
বাঁকুড়ার বিষ্ণুপুর পৌর শহরের বাসিন্দা বালুচুরী শিল্পীর হাতের ছোঁয়ায় বিভিন্ন রকমের নতুনত্ব বালুচুরী শাড়ি তৈরি হয়। তিনি ১২ মাস এই কাজ নিয়েই থাকেন এবং তিনি তার চিন্তা ভাবনা দিয়ে বিভিন্ন রকমের নিত্য নতুন ডিজাইনের বালুচুরী তৈরি করেন। পুজোর আগে ব্যস্ততার মধ্যে দিন কাটে অমিতাভ পাল সহ বালুচুরী শিল্পীদের! প্রত্যেক বছর নতুনত্ব ডিজাইনের শাড়ি তৈরি করেন এই অমিতাভ পাল।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
এবার পুজোতেও নতুন শাড়ি তৈরি করলেন এই শিল্পী। যার নাম রাখা হয়েছে লন্ঠন শাড়ি! কেন এই ধরনের নাম রাখা হল! আসলে আগেকার যুগে নবাবদের প্রাসাদ সাজানোর জন্য যে লন্ঠন ব্যবহৃত হত, সেই লন্ঠন এখন বিলুপ্তির পথে।
advertisement
এছাড়াও বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী লন্ঠন শিল্প ও এখন বিলুপ্তির পথে! তাই এই লন্ঠনকে জীবিত রাখার জন্য অথবা লণ্ঠনকে সাধারণ মানুষের কাছে পরিচিত দেওয়ার জন্য এই বালুচুরী শাড়ির ওপর লন্ঠন কে তুলে ধরা হয়েছে। এছাড়াও এই শাড়িকে আরও সুন্দর রুপ দিতে ব্যবহার হয়েছে নবাবদের হাতির পিঠে চড়ে জার্নি এছাড়াও নবাবী কলকা দিয়ে শাড়ির আঁচলটিকে তৈরি করা হয়েছে।
advertisement
এই শাড়িটি সম্পূর্ণ ন্যাচারাল কালারের উপর তৈরি করা হয়েছে এক মাসের পরিশ্রমে। এই শাড়ির দাম রাখা হয়েছে ৬০,০০০ টাকা। অমিতাভ পালের হাতে বানান বালুচরী শাড়ি জার্মানি, ফ্রান্স, ইতালি, রাশিয়া, আরব সহ বিদেশের বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছে। প্রত্যেক বছরের মত এই বছরেও পুজোর আগে বেশ কিছু নতুন শাড়ি বানাচ্ছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য এই লন্ঠন শাড়ি।
advertisement
অনিকেত বাউরি  
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Baluchari Saree: বালুচরী শাড়িতে বিশেষ চমক, দূর্গাপুজো স্পেশ্যাল লণ্ঠন ডিজাইন, কেন দাম আকাশ ছোঁয়া?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement