SFI: শিক্ষায় দুর্নীতি, আসরে এসএফআই! নবাবের শহরে বড় আন্দোলনের রূপরেখা তৈরি
- Published by:Suman Biswas
- Written by:UJJAL ROY
Last Updated:
SFI: স্কুলে ভর্তিতে দুর্নীতির বিরুদ্ধে ছাত্রছাত্রীদের পাশাপাশি অবিভাবকদের পাশে নিয়ে স্মারকলিপি দেওয়া হয় শিক্ষা দফতরের ডিআই-কে।
#বহরমপুর: শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে আন্দোলন ছড়িয়ে দিতে চায় সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। তারই অঙ্গ হিসেবে গত মঙ্গলবার মুর্শিদাবাদে কর্মসূচি করা হয় সংগঠনের পক্ষ থেকে। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার বহরমপুরে সংগঠনের দফতরে জেলার বিভিন্ন প্রান্তের কলেজ ছাত্রছাত্রীদের নিয়ে কর্মশালা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ সম্পাদক শুভজিৎ সরকার, জেলার নেতৃত্ব সাদাত হাসান ও দ্বীপজ্যোতি সাহা। কর্মশালার পরে শহরে মিছিল করা হয় সংগঠনের তরফে। মুর্শিদাবাদ জেলা এসএফআইয়ের সম্পাদক সাদাত হাসান বলেন, "শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলন করছি আমরা। এখানে আবার স্কুলে ভর্তি নিয়েও দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তি করার জন্যও অবিভাবদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিচ্ছে শাসকদলের নেতারা। এর বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। পরিস্থিতি ঠিক না হলে এটা নিয়েও বৃহত্তর আন্দোলনে যাব আমরা।"
পরে স্কুলে ভর্তিতে দুর্নীতির বিরুদ্ধে ছাত্রছাত্রীদের পাশাপাশি অবিভাবকদের পাশে নিয়ে স্মারকলিপি দেওয়া হয় শিক্ষা দফতরের ডিআই-কে। মিছিলে মৌলানা আজাদ ফেলোশিপ বন্ধের বিরুদ্ধেও সোচ্চার হয় এসএফআই। সঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাসপেনশনের প্রতিবাদে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অবিলম্বে ছাত্রদের ক্যাম্পাসে ফেরানোর দাবি জানানো হয় সংগঠনের তরফে।
advertisement
advertisement
শুভজিৎ সরকার জানিয়েছেন "সমস্ত ছাত্রদের স্কুলে মেধার ভিত্তিতে ভর্তি নিতে হবে। স্কলারশিপ বন্ধ করা যাবে না এবং বিশ্বভারতীতে শিক্ষার পরিবেশ ফেরাতে হবে। সোমনাথ, প্রত্যুষদের ক্যাম্পাসে ফেরাতে হবে। আমরা ৫ তারিখ বিশ্বভারতীতে অভিযান করব। কর্তৃপক্ষ এবং সরকারের শেষ দেখে ছাড়ব।" শিক্ষায় দুর্নীতির প্রতিবাদে রাজ্যজুড়ে আগামিদিনে আরও জোরদার আন্দোলন করা হবে বলেও জানিয়েছেন তিনি। শিক্ষায় দুর্নীতির বিরুদ্ধে যেমন আন্দোলনে সুর চড়ানো হচ্ছে, তেমনই বিশ্বভারতী নিয়েও চুপ করে বসে থাকতে চায় না এসএফআই।
advertisement
ইতিমধ্যেই আগামী ৫ জানুয়ারি বোলপুর স্টেশন থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছে এসএফআই। সোমবার এসএফআই রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, সভাপতি প্রতিকুর রহমান সহ বিশ্বভারতী সাসপেন্ডেড ২ পড়ুয়ার উপস্থিতিতে সাংবাদিক বৈঠক করে কর্মসূচি ঘোষণা করা হয়। ৫ জানুয়ারি মহামিছিলের আগে ৩ জানুয়ারি রাজ্যজুড়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রেক্ষিতে রাজ্যজুড়ে ধিক্কার মিছিল ও সভার ডাকও দেওয়া হয়েছে সংগঠনের তরফে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 28, 2022 8:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SFI: শিক্ষায় দুর্নীতি, আসরে এসএফআই! নবাবের শহরে বড় আন্দোলনের রূপরেখা তৈরি