Jhargram News: জঙ্গল থেকে আনা এক মাশরুম খেয়ে ভয়ানক কাণ্ড! লালগড়ে একই পরিবারের অসুস্থ ৬ জন, হাসপাতালে চিকিৎসাধীন ৩
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Buddhadev Bera
Last Updated:
Food Poisoning From Mushroom: অসুস্থদের প্রথমে লালগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ছয় জনের মধ্যে তিন জনকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ঝাড়গ্রাম: জঙ্গল থেকে ছত্রাক কুড়িয়ে রান্না করে খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লেন একটি গ্রামের কয়েক জন। শুক্রবার সন্ধ্যায় লালগড় থানার অন্তর্গত নেতাই গ্রামে একই পরিবারের ছয় জন অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কথা জানতে পেরে লালগড় থানার পুলিশ তাঁদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে।
অসুস্থদের প্রথমে লালগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ছয় জনের মধ্যে তিন জনকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দীনবন্ধু দোলাই (৩০),জবা দোলাই (৭) এবং মন্দিরা দোলাই (২৬) এই তিনজনকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অনিমেষ দোলাই (১৬), মধু দোলাই (৭০) এবং আনিক দোলাই (১২)-কে প্রাথমিক চিকিৎসার পর বেশ কিছুক্ষন পর্যবেক্ষণে রেখে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, জঙ্গল থেকে ছত্রাক কুড়িয়ে এনে শুক্রবার দুপুরে রান্না করে খাওয়ার পর ভয়াবহ বদহজম হয় তাঁদের! খাবারে বিষক্রিয়া হয়ে পেট খারাপ, মাথা ঘোরা শুরু হয়। তার পরেই গ্রামবাসী সূত্রে জানতে পারেন লালগড় থানার আইসি স্বরূপ মুখোপাধ্যায়। আইসির নেতৃত্বে লালগড় থানার পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে লালগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তিনজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা খবর পাওয়ার পর রাতে ঝাড়গ্রাম হাসপাতালে তাঁদের দেখতে যান।
advertisement
আরও পড়ুন- সেনা অফিসারের হবু স্ত্রীর বুকে লাথি! জেলে ঢুকিয়ে যৌন হেনস্থা, অশ্লীল আচরণের অভিযোগ! পুলিশের আচরণে স্তম্ভিত দেশ
কাপগাড়ি সেবা ভারতী মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রধান তথা পরিবেশ বিশেষজ্ঞ ডঃ প্রণব সাউ বলেন, “বর্ষার সময় জঙ্গলমহলের জঙ্গলগুলিতে পাতা পচে গিয়ে বিভিন্ন প্রকারের ছত্রাক হয়ে থাকে। স্থানীয় ভাষায় এগুলিকে কুড়কুড়ি বা পুটকা ছাতু, কাড়াং ছাতু, বালি ছাতু, উই ছাতু ইত্যাদি বলা হয়। এছাড়াও বলের মতো গোল গোল এক ধরনের ছত্রাকও দেখতে পাওয়া যায় জঙ্গলের মধ্যে। সেই ছত্রাক ভুল করে খেয়ে থাকলে পেটে বিষক্রিয়া ঘটতে পারে। তবে, এমনিতে ছত্রাক ভিটামিনের মতো কাজ করে। সময় মতো ঠিক ছত্রাক খেলে ভাল উপকার পাওয়া যায় । তবে মেয়াদ পেরিয়ে গেলে তার থেকে ক্ষতির সম্ভাবনা থাকে।”
advertisement
প্রণব সাউ আরও জানান, এ ধরনের খারাপ হয়ে যাওয়া ছত্রাক খেয়েই অসুস্থ হয়ে পড়েছে ওই পরিবার।
বুদ্ধদেব বেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2024 6:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: জঙ্গল থেকে আনা এক মাশরুম খেয়ে ভয়ানক কাণ্ড! লালগড়ে একই পরিবারের অসুস্থ ৬ জন, হাসপাতালে চিকিৎসাধীন ৩